Advertisement
০৫ মে ২০২৪

স্টেশনে দীর্ঘক্ষণ পড়ে দেহ, বিক্ষোভ আসানসোলে

রেলযাত্রীদের অভিযোগ, তাঁরা সকাল ছ’টা থেকে দেহটি সেখানে পড়ে থাকতে দেখেছেন। ব্যাস্ত ফুটওভার ব্রিজের উপরে পড়ে থাকা ওই দেহের পাশ দিয়েই যাত্রীরা যাতায়াত করতে বাধ্য হয়েছেন।

নিজস্ব সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৭ ০১:৫৫
Share: Save:

স্টেশনে ফের দীর্ঘক্ষণ মৃতদেহ ফেলে রাখার অভিযোগ উঠেছে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে। বুধবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে অসন্তোষ ছড়ায় রেলযাত্রীদের মধ্যে। প্রায় পাঁচ ঘণ্টা পরে দেহ তুলে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি আসানসোলের। বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন আসানসোলের ডিআরএম প্রশান্তকুমার মিশ্র। রেল সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে কর্তৃপক্ষ খবর পান, আসানসোল স্টেশনের ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্মের উপরে ফুটওভার ব্রিজে একটি দেহ পড়ে রয়েছে। বেলা সাড়ে এগারোটা নাগাদ রেল কর্তৃপক্ষ দেহটি সেখান থেকে তুলে আসানসোল জেলা হাসপাতালে ময়না-ন্তদন্তে পাঠান।

রেলযাত্রীদের অভিযোগ, তাঁরা সকাল ছ’টা থেকে দেহটি সেখানে পড়ে থাকতে দেখেছেন। ব্যাস্ত ফুটওভার ব্রিজের উপরে পড়ে থাকা ওই দেহের পাশ দিয়েই যাত্রীরা যাতায়াত করতে বাধ্য হয়েছেন। প্রায় পাঁচ ঘণ্টা ওই ভাবে দেহটি পড়ে থাকায় নিত্য যাত্রীরা বিক্ষোভ দেখান। এর পরেই পরে টনক নড়ে রেল কর্তৃপক্ষের। তড়িঘড়ি লোক এনে দেহ তুলে নিয়ে যাওয়া হয়। কেন এই ভাবে স্টেশনে দীর্ঘক্ষণ দেহ পড়ে থাকল? সে বিষয়ে আসানসোলের ডিআরএম প্রশান্তকুমার মিশ্র বলেন, ‘‘আমি জানতাম না। কেন এমন হল খোঁজ নেব।’’

উল্লেখ্য, দিন পনেরো আগে রাত আটটা নাগাদ মিথিলা এক্সপ্রেস থেকে এক প্রৌঢ়ার দেহ নামানো হয়েছিল। দেহটি প্রায় ১৬ ঘণ্টা প্ল্যাটফর্মেই ফেলে রাখা হয়েছিল। তা নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন রেল কর্তৃপক্ষ। যদিও সে বার রেল কর্তারা সাফাই দিয়েছিলেন, ডোমেদের বিক্ষোভের কারণেই দেহটি প্ল্যাটফর্ম থেকে তুলতে দেরি হয়।

বুধবার অবশ্য সে রকম কোনও বিক্ষোভ ছিল না। তরপরেও কেন এই দেরি হল? তা খুঁজে দেখা হবে বলে জানিয়েছেন রেল কর্তারা। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দেহটি এক ভবঘুরের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Passengers Dead Body Station
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE