Advertisement
১৮ এপ্রিল ২০২৪

মৃত শুশুক মিলল গঙ্গায়

প্রায় পনেরো কেজি ওজনের মৃত শুশুক উদ্ধার হল কাটোয়ার শাঁখাই ঘাট থেকে। সোমবার ভোরে মাছ ধরতে গিয়ে ফুট দুয়েকের শুশুকটিকে জলের উপর ভাসতে দেখেন জেলেরা।

নিজস্ব সংবাদদাতা
কাটোয়া শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৬ ০১:০০
Share: Save:

প্রায় পনেরো কেজি ওজনের মৃত শুশুক উদ্ধার হল কাটোয়ার শাঁখাই ঘাট থেকে। সোমবার ভোরে মাছ ধরতে গিয়ে ফুট দুয়েকের শুশুকটিকে জলের উপর ভাসতে দেখেন জেলেরা। তারাই সেটিকে পাড়ে নিয়ে এসে রাখেন। পরে বন দফতরের কর্মীরা এসে নিয়ে যান সেটিকে। শিবলুন গ্রিন ওয়ার্ল্ড ওয়েলফেয়ার সোসাইটির সদস্য বিপ্লব বিশ্বাস জানান, এই ধরনের ডলফিনকে ‘গ্যাঞ্জেটিক ডলফিন’ বলে। সাধরনত নদীর স্রোত যেখানে কম ও ঘাটে দূষনের মাত্রা কম সেখানেই এরা থাকতে পছন্দ করে। তবে এই প্রজাতি প্রায় বিলুপ্তির পথে। তাঁর দাবি, নৌকোয় আঘাত লেগে বা প্লাস্টিক জাতীয় পদার্থ খেয়ে ফেলে অনেকসময় মৃত্যু হয় এদের। কাটোয়া বন দফতরের রেঞ্জ অফিসার সুভাষ চন্দ্র পাল জানান, ডলফিনটিকে ময়না-তদন্তের জন্য বর্ধমানে নিয়ে যাওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ganga dolphin
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE