লেভেল ক্রসিং-র গেট ভেঙে গায়ে পড়ে মৃত্যু হল এক ব্যাক্তির। রানিগঞ্জের বল্লভপুর রেল গেট এলাকার ঘটনা। মৃতের নাম শ্রীরাম বাদ্যকর (৬৫)। স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে আচমকা ওই গেট ভেঙে শ্রীরামবাবুর গায়ে পড়ে। আহত অবস্থায় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। রাতের দিকে সেখানেই মৃত্যু হয় তাঁর। সোমবার ময়না-তদন্তের পরে তাঁর দেহ নিয়ে এসে স্থানীয় বাসিন্দার রেল গেট বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তার জেরে প্রায় দেড় ঘণ্টা ৬০ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। ব্যাপক জানজটের জেরে বিপাকে পড়েন সাধারণ মানুষ। পরে পুলিশের উপস্থিতিতে স্থানীয় পঞ্চায়েত প্রধান সিদান মণ্ডল জানান, রেলপথটি ডিভিসির নিজস্ব। তাদের বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন সামগ্রী পরিবহণের জন্য এই পথ ব্যবহৃত হয়। তাই ডিভিসি কর্তৃপক্ষের তরফে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ ও চাকরি দিতে হবে। তাঁদের দাবি পূরণ না হলে আন্দোলন নামবেন বলে জানান সিদানবাবু।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy