অবিরাম বৃষ্টি। মাঝেমধ্যে দমকা হাওয়া। এমন দুর্যোগের আবহাওয়ায় পুজোর মুখে সমস্যায় পড়েছেন পূর্ব বর্ধমানের মৃৎশিল্পী, মণ্ডপ তৈরির কারিগর, তাঁতশিল্পী-সহ নানা পেশার মানুষ। বৃষ্টির ফলে আনাজ চাষও ক্ষতির মুখে পড়েছে বলে কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে।
বুধবার কালনা শহর ও আশপাশের প্রতিমা তৈরির জায়গাগুলিতে গিয়ে দেখা যায়, ত্রিপলের আচ্ছাদন দিয়ে ঘিরে, আলো জ্বালিয়ে কাজ চলছে। শিল্পীদের কপালে চিন্তার ভাঁজ। মৃৎশিল্পী পাঁচু দাস বলেন, ‘‘মেরেকেটে হাতে রয়েছে দিন দশেক। অথচ, অনেক কাজ এখনও বাকি। রোদের দেখা না মেলায় অনেক প্রতিমার গা কাঁচা রয়েছে। জলকাদায় দাঁড়িয়ে ঘণ্টার পরে ঘণ্টা কাজ করতে গিয়ে অনেকে অসুস্থও হয়ে পড়ছে।’’
নানা মণ্ডপের বাঁশ পোঁতার কাজ হয়ে গেলেও, কাপড় বাঁধা এখনও শুরু করতে পারেননি বলে জানান পুজো উদ্যোক্তারা। তাঁদের দাবি, বারবার বৃষ্টি বাধা হয়ে দাঁড়াচ্ছে। পূর্বস্থলীর মধ্য শ্রীরামপুরের এক পুজো উদ্যোক্তা অক্ষয় সাহা বলেন, ‘‘মণ্ডপ নিয়ে বেশ কিছু ভাবনা রয়েছে এ বার। তবে বৃষ্টি চিন্তায় ফেলে দিয়েছে। বৃষ্টির জন্য কাজে আসতে পারছেন না মণ্ডপ তৈরির শিল্পীরা।’’