Advertisement
০৩ মে ২০২৪

চাকরি চেয়ে কাজে বাধা

জমি দিয়েও চাকরি না মেলার অভিযোগে পাণ্ডবেশ্বরে শোনপুর বাজারি প্রকল্পের একটি খোলামুখ খনির কাজে বাধা দিয়ে বিক্ষোভ দেখালেন কিছু বাসিন্দা। ঘণ্টা তিনেক পরে স্থানীয় তৃণমূল নেতা নরেন চক্রবর্তীর হস্তক্ষেপে বিক্ষোভ থামলে ফের কাজ শুরু হয়।

থমকে: পাণ্ডবেশ্বরের শোনপুর বাজারি প্রকল্পের প্যাচে তখনও চালু হয়নি কাজ। ছবি: ওমপ্রকাশ সিংহ

থমকে: পাণ্ডবেশ্বরের শোনপুর বাজারি প্রকল্পের প্যাচে তখনও চালু হয়নি কাজ। ছবি: ওমপ্রকাশ সিংহ

নিজস্ব সংবাদদাতা
পাণ্ডবেশ্বর শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৭ ০০:০০
Share: Save:

জমি দিয়েও চাকরি না মেলার অভিযোগে পাণ্ডবেশ্বরে শোনপুর বাজারি প্রকল্পের একটি খোলামুখ খনির কাজে বাধা দিয়ে বিক্ষোভ দেখালেন কিছু বাসিন্দা। ঘণ্টা তিনেক পরে স্থানীয় তৃণমূল নেতা নরেন চক্রবর্তীর হস্তক্ষেপে বিক্ষোভ থামলে ফের কাজ শুরু হয়।

বাসিন্দারা অভিযোগ করেন, জমি অধিগ্রহণের পরে কাজ শুরু হলেও জমিদাতা ৩২টি পরিবারের কেউ এখনও চাকরি পাননি। অক্ষয় মণ্ডল, কুন্তল স্নো, বিনোদ মণ্ডলেরা জানান, বছর সাতেক আগে ইসিএল তাঁদের মোট ৩২টি পরিবারের কাছ থেকে দু’একর করে জমি অধিগ্রহণ করেছিল। সংস্থার নিয়ম অনুযায়ী প্রতি ২ একর পিছু এক জন করে চাকরি দেওয়া বাধ্যতামূলক। তাঁদের অভিযোগ, খোলামুখ খনির কাজ চালু হয়ে গেলেও ৩২ জন চাকরিপ্রার্থীকে নানা ভাবে হয়রান করা হচ্ছে। এ সবের প্রতিকারের দাবিতেই তাঁরা এ দিন বিক্ষোভ দেখান। তবে কোনও রাজনৈতিক ব্যানারে ছিল না।

চাকরি, পুনর্বাসন ইত্যাদি দাবি শোনপুর বাজারি প্রকল্পে এর আগেও বাসিন্দাদের বিক্ষোভে কাজে বাধা পড়েছে। এ দিনও বিক্ষোভের জেরে কাজ বন্ধ হয়ে যায় বলে খনি সূত্রে জানা গিয়েছে। বিক্ষোভ থামার পরে প্রকল্প কর্তৃপক্ষ জানান, অভিযোগ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dwellers Mine Agitation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE