Advertisement
২৩ এপ্রিল ২০২৪

কালীপুজোর রাতে আগুন, কুলটিতে পুড়ে গেল গোটা বাড়ি

কালীপুজোর রাতে আগুনে পুড়ে গেল আসানসোল এলাকার একটি বাড়ি।

আগুনে ভস্মীভূত আসবাবপত্র। নিজস্ব চিত্র।

আগুনে ভস্মীভূত আসবাবপত্র। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা    
কুলটি শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২০ ১৬:০৫
Share: Save:

কালীপুজোর রাতে আগুনে পুড়ে গেল আসানসোল এলাকার একটি বাড়ি। কুলটি থানা এলাকার নিয়ামতপুর আজাদ বস্তির বাসিন্দা মুজাহিদ আনসারিরর বাড়িতে আগুন লাগে শনিবার রাতে। পুড়ে গিয়েছে আসবাবপত্র।

জানা গিয়েছে, রাত ৯টা নাগাদ যখন আগুন লাগে তখন বাড়ির সকলেই বাইরে বসে ছিলেন। পোড়া পোড়া গন্ধ বার হতেই সকলে আগুনের ফুলকি দেখতে পান। মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে শুরু করে ঘর। ছাদের টালির উপর দিয়ে আগুন এর ফুলকি বার হচ্ছিল।

চিৎকার শুনে প্রতিবেশীরা আসেন। তারাও আগুন নেভানোর কাজে হাত দেন। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বাড়ির সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। কী কারণে এই আগুন তা নিশ্চিত জানা যায়নি। তবে প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট অথবা গ্যাস সিলিন্ডার থেকেই আগুন লেগেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kulti
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE