Advertisement
২১ মে ২০২৪

ফের উড়ল বিমান, যাত্রী পাওয়ার আশায় সংস্থা

আট মাসের বিরতির পরে ফের বিমান উড়ল অন্ডাল থেকে। রবিবার দুপুর দেড়টা নাগাদ এক বেসরকারি সংস্থার বিমান দিল্লি থেকে কলকাতা হয়ে অন্ডালে নামে।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ০১:২৬
Share: Save:

আট মাসের বিরতির পরে ফের বিমান উড়ল অন্ডাল থেকে। রবিবার দুপুর দেড়টা নাগাদ এক বেসরকারি সংস্থার বিমান দিল্লি থেকে কলকাতা হয়ে অন্ডালে নামে। পরে সেটি দিল্লি ফিরে যায়। বুধবার থেকে বাণিজ্যিক ভিত্তিতে সপ্তাহে সাত দিন বিমানটি চলাচল করবে বলে সংস্থা সূত্রে জানানো হয়েছে।

২০১৫-এর ১৮ মে এয়ার ইন্ডিয়ার সহযোগী সংস্থা ‘অ্যালায়েন্স এয়ার’ কলকাতা-দুর্গাপুর রুটে ৪৬ আসনের এটিআর বিমান চালু করে। ডিসেম্বরে এয়ার ইন্ডিয়ার ১২২ আসনের বিমান কলকাতা-দুর্গাপুর-দিল্লি রুটে পরিষেবা চালু করে। তবে বন্ধ হয়ে যায় আগের পরিষেবা। ৩১ ডিসেম্বর অন্ডাল-কলকাতা-কোচবিহার ছোট বিমান চালু করে এক বেসরকারি সংস্থা। আর একটি সংস্থা কলকাতা হয়ে বাগডোগরা পর্যন্ত ছোট বিমান চালানো শুরু করে। কোনওটিই মাসখানেকের বেশি চলেনি। পর্যাপ্ত যাত্রীর অভাবে ২০১৬-র ১৫ জুন বন্ধ হয়ে যায় যায় এয়ার ইন্ডিয়ার উড়ানও।

সম্প্রতি এক বেসরকারি সংস্থার একটি ছোট বিমান এয়ার ট্রাফিক কন্ট্রোলারের তত্ত্বাবধানে অন্ডাল বিমানবন্দরে কয়েক বার ওঠানামা করে। রবিবার সেই সংস্থার একটি ৫০ আসনের বিমান অন্ডালে নামে। সংস্থা সূত্রে জানা গিয়েছে, বিমানটি সপ্তাহে সাত দিন দিল্লি থেকে কলকাতা-দুর্গাপুর হয়ে আবার দিল্লি ফিরে যাবে। সকাল ৭টা ৩৫ নাগাদ দিল্লি থেকে ছেড়ে কলকাতা পৌঁছবে ৯টা ৩৫ নাগাদ। কলকাতায় ১০টা ৫ নাগাদ ছেড়ে অন্ডালে নামবে সাড়ে ১০টা নাগাদ। সেখান থেকে ১১টা ১০ মিনিটে ছেড়ে দিল্লি পৌঁছবে দুপুর ১টা নাগাদ। আপাতত, দিল্লি থেকে দুর্গাপুরের ভাড়া রাখা হয়েছে ২৮৫০ টাকা। কলকাতা থেকে দুর্গাপুরের ভাড়া ৮৫০ টাকা।

ওই সংস্থার তরফে জানানো হয়, মাত্র ৫০ আসনের বিমান। ভাড়া প্রায় রাজধানী এক্সপ্রেসের দ্বিতীয় শ্রেণির সমতুল। ফলে, যাত্রী পাওয়া যাবে, পরিষেবাও লাভজনক হবে। মার্চ থেকে দিনে দু’বার বিমান চালানোর পরিকল্পনাও নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে সংস্থাটি।

ফের বিমান পরিষেবা চালুর খবরে ‘বেঙ্গল সাবার্বান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’-এর সাধারণ সম্পাদক প্রফুল্ল ঘোষের প্রতিক্রিয়া, ‘‘ভাল খবর! তবে শিল্পাঞ্চলে নতুন লগ্নি প্রায় নেই। আর্থিক পরিস্থিতি ভাল নয়। বিমানে পর্যাপ্ত যাত্রী হবে কি না, সংশয় আছে।’’ ‘দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’-এর সম্পাদক হরপ্রসাদ ঘোষাল, সভাপতি চন্দন দাসেরা জানান, এয়ার ইন্ডিয়ার বিমান বন্ধ হয়ে যাওয়ায় শিল্পাঞ্চলে হতাশা তৈরি হয়েছিল। তাঁদের কথায়, ‘‘ছোট বিমান হলেও পরিষেবা ফের চালু হয়েছে, এটা আশার খবর।’’ দুর্গাপুরের আইনজীবী দেবব্রত সাঁই বলেন, ‘‘বুধবার দিল্লি যেতে হবে আমাকে। বিমানেই যাব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Flight Andal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE