Advertisement
২৬ এপ্রিল ২০২৪

জল বেড়ে বাস বন্ধ শ্রীরামপুরে

জল আরও বাড়ল কালনা মহকুমার বেশ কিছু জায়গায়। ব্লক প্রশাসনের দাবি, পূর্বস্থলী ১ ব্লকের কিছু জায়গায় জল বেড়ছে। সমুদ্রগড় ,শ্রীরামপুর, জাহান্নগর— এই তিন পঞ্চায়েতেও জমা জলের পরিমাণ বেড়েছে। বৃহস্পতিবার এসটিকেকে রোডের প্রায় চার কিলোমিটার অংশ জলমগ্ন হয়ে পড়ে। ফলে কালনা-কৃষ্ণনগর, কালনা-নবদ্বীপ রোডের বাস চলাচল বন্ধ হয়ে যায়।

নিজস্ব সংবাদদাতা
কালনা শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৫ ০১:১৪
Share: Save:

জল আরও বাড়ল কালনা মহকুমার বেশ কিছু জায়গায়। ব্লক প্রশাসনের দাবি, পূর্বস্থলী ১ ব্লকের কিছু জায়গায় জল বেড়ছে। সমুদ্রগড় ,শ্রীরামপুর, জাহান্নগর— এই তিন পঞ্চায়েতেও জমা জলের পরিমাণ বেড়েছে। বৃহস্পতিবার এসটিকেকে রোডের প্রায় চার কিলোমিটার অংশ জলমগ্ন হয়ে পড়ে। ফলে কালনা-কৃষ্ণনগর, কালনা-নবদ্বীপ রোডের বাস চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রীরামপুরের হেমায়েতপুর মোড় এলাকায় প্রায় চার ফুট উঁচু হয়ে জমে যায় জল। স্থানীয় বাসিন্দাদের দাবি, বুধবার রাত থেকে জল বেড়েছে। মহকুমা প্রশাসনের দাবি, জল বাড়ায় ব্লকে ত্রাণ শিবিরের সংখ্যাও বেড়েছে। বুধবারের ৬৩টি ত্রাণ শিবির এ দিন বেড়ে দাঁড়ায় ৭৩ টিতে। অন্য দিকে, প্রায় ৬ ইঞ্চি জল কমেছে পূর্বস্থলী ২ ব্লকে। কালনার মহকুমাশাসক সব্যসাচী ঘোষ বলেন, ‘‘এসটিকেকে রোডের বিভিন্ন অংশে জল জমে থাকায় পূর্বস্থলী ১ এবং ২ ব্লকে ত্রাণ পৌঁছে দেওয়া মুশকিল হয়ে গিয়েছে। চেষ্টা চলছে কাটোয়া হয়ে ত্রান পাঠানোর। কালনা শহরে পরিস্থিতি এক রকম থাকলেও অনেকটাই উন্নতি হয়েছে মন্তেশ্বর ব্লকে।

প্রশাসনের দাবি, পরিস্থিতি স্বাভাবিক হওয়াই মন্তেশ্বরের বেশির ভাগ ক্যাম্পই বন্ধ করে দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Srirampur Flood samudragarh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE