Advertisement
E-Paper

নজরুল মেলায় মেলে না সরকারি অনুদান, নালিশ

নজরুল মেলাকে কেন্দ্র করে বিভিন্ন কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী ও সাধারণ মানুষের সমাগমে জমজমাট কবির জন্মভিটে চুরুলিয়া। তবে মেলা চালানোর জন্য ৪ বছর ধরে কোনও সরকারি অনুদান না মেলেনি বলে অভিযোগ আয়োজকদের। চুরুলিয়া নজরুল অ্যাকাডেমির তরফে জানানো হয়েছে, ১৯৭৮ সাল থেকে মেলার আয়োজন করা হচ্ছে। এ বার মেলা শুরু হয়েছে ২৬ মে থেকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মে ২০১৫ ০০:৪২
জমেছে মেলা। —নিজস্ব চিত্র।

জমেছে মেলা। —নিজস্ব চিত্র।

নজরুল মেলাকে কেন্দ্র করে বিভিন্ন কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী ও সাধারণ মানুষের সমাগমে জমজমাট কবির জন্মভিটে চুরুলিয়া। তবে মেলা চালানোর জন্য ৪ বছর ধরে কোনও সরকারি অনুদান না মেলেনি বলে অভিযোগ আয়োজকদের।

চুরুলিয়া নজরুল অ্যাকাডেমির তরফে জানানো হয়েছে, ১৯৭৮ সাল থেকে মেলার আয়োজন করা হচ্ছে। এ বার মেলা শুরু হয়েছে ২৬ মে থেকে। মেলার শেষ হবে ১ জুন, সোমবার। মেলা শুরু হচ্ছে সন্ধ্যেবেলায়। চলছে মাঝ রাত পর্যন্ত। আয়োজকদের তরফে জানানো হয়েছে, প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচতেই এমন সময়সীমা করা হয়েছে। মেলার প্রতিটি দিনের নামেও চমক রয়েছে। আয়োজকদের তরফে মেলার প্রতিটি দিনকে নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, প্রমিলাদেবী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ফিরোজা বেগম, প্রতিভা বসু প্রমুখের নামে স্মরণ করতে বলা হয়েছে।

মেলা উপলক্ষে কলকাতা, অসমের শিলচর, বাংলাদেশের বিভিন্ন শিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করছেন। পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও শিল্পীরা জড়ো হয়েছেন চুরুলিয়ায়। আসানসোলের কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও নাচ, গান, আবৃত্তি-সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। মেলার প্রথম দিন নজরুল অ্যাকাডেমি প্রাঙ্গনে নজরুলের পূর্ণাবয়ব মূর্তির উম্মোচন করেন জেলাশাসক সৌমিত্র মোহন। কবির জন্মদিনে অ্যাকাডেমির ম়ঞ্চেই রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের উপস্থিতিতে রাজ্য সরকারের উদ্যোগে তিন ঘণ্টার সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। সেখানে গান গেয়েছেন তৃণমূলের বিধায়ক ও গায়ক অনুপ ঘোষাল। তবলিয়া সন্তোষ চন্দ, তথাগত দাস, গায়ক সঞ্জীবন বন্দ্যোপাধ্যায়, কবি তারক মণ্ডলরা জানান, এই মেলা দীর্ঘদিন ধরেই বার্ষিক সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। মেলা ঘিরে সাধারণ মানুষের উৎসাহও চোখে পড়ার মতো। চিচুরবিলের গৌতম সাধু, দোমহানির বাপি হন্দ্যোপাধ্যায়রা জানান, ‘‘মেলাকে কেন্দ্র করে প্রতি বছরই এলাকার মানুষজন বাইরের শিল্পীদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান।’’ সোমবার মেলার শেষ দিনে রনপা, ছৌ নাচ, কবিগান-সহ বিভিন্ন লোক সংস্কৃতির অনুষ্ঠান আয়োজিত হবে। ওই দিন মেলায় লোক সমাগম আরও বাড়বে বলে আয়োজকদের আশা।

তবে এ সব কিছুর মধ্যেই সরকারি অনুদান বন্ধের অভিযোগ করা হয়েছে আয়োজকদের তরফে। নজরুল অ্যাকাডেমির সম্পাদক কবির ভাইপো মজাহার হোসেনর অভিযোগ, ‘‘২০১১ সাল পর্যন্ত মেলা চালাতে রাজ্য সরকারের তরফে ৬০ হাজার টাকা করে অনুদান মিলত। ২০১২ সাল থেকে কোনও সরকারি অনুদান না মেলায় অসুবিধা হচ্ছে। প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেও বিষয়টি জানানো হবে।’’ অ্যাকাডেমির আরও আবেদন মেলার পৃষ্ঠপোষকতারও দায়িত্ব নিক রাজ্য সরকার।

Nazrul fair state government trinamool tmc kolkata assam silchar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy