Advertisement
০৫ মে ২০২৪

কাজোড়ায় গেল স্বাস্থ্য দফতরের দল

এলাকার পুকুর, কুয়ো দীর্ঘদিন ধরে পরিষ্কার হয় না। আর তার জেরে কাজোড়ার বাউরি পাড়ায় ডায়রিয়ার প্রকোপ বাড়ছে বলে অভিযোগ করলেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার অন্ডাল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিক, মেডিক্যাল অফিসার ও স্বাস্থ্যকর্মীরা এলাকায় যান। এলাকার সমস্ত জলাশয়ে ব্লিচিং পাউডার ছড়ানো হয়। বাসিন্দাদের জল ফুটিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
অন্ডাল শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৫ ০১:১৯
Share: Save:

এলাকার পুকুর, কুয়ো দীর্ঘদিন ধরে পরিষ্কার হয় না। আর তার জেরে কাজোড়ার বাউরি পাড়ায় ডায়রিয়ার প্রকোপ বাড়ছে বলে অভিযোগ করলেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার অন্ডাল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিক, মেডিক্যাল অফিসার ও স্বাস্থ্যকর্মীরা এলাকায় যান। এলাকার সমস্ত জলাশয়ে ব্লিচিং পাউডার ছড়ানো হয়। বাসিন্দাদের জল ফুটিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কাজোড়া মোড় থেকে প্রায় ২ কিলোমিটার দূরে বাউরি পাড়া। এলাকায় গিয়ে দেখা যায়, জনস্বাস্থ্য কারিগরি দফতর জল সরবরাহ করে না। বাসিন্দারা জানান, পানীয় জলের জন্য পঞ্চায়েতের তৈরি একটি কুয়োর উপরেই ভরসা করতে হয়। কুয়োর পাশেই রয়েছে দু’টি পুকুর। পঞ্চায়েত বা ব্লক অফিসের তরফে কোনও দিন এলাকার পুকুরগুলি পরিষ্কারের ব্যবস্থা না করায় বছরভরই তাঁদের নানা অসুখে ভুগতে হয় বলে অভিযোগ করেন বাসিন্দারা। গত দু’দিনে মোট ১২ জন ডায়েরিয়ায় আক্রান্ত হয়েছেন বলে তাঁদের দাবি।

বৃহস্পতিবারই রাজেশ বাউরি (৩৫) নামে এক জনের ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলেও দাবি করেন তাঁর পরিবারের লোকজন। মৃতের আত্মীয়া সুন্দরা বাউরি জানান, হঠাৎ জ্বর ও বমি শুরু হওয়ায় দিন ছয়েক আগে রাজেশকে অন্ডাল ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতাল, পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই এ দিন তাঁর মৃত্যু হয়। তবে ওই যুবকের মৃত্যু ডায়েরিয়ার প্রকোপেই হয়েছে কি না, তা ব্লক স্বাস্থ্য দফতরেরর তরফে নিশ্চিত ভাবে জানানো হয়নি।

ব্লক স্বাস্থ্যকেন্দ্রের তরফে জানানো হয়, দিন কয়েকের বৃষ্টিতে পুকুরের জল কোনও ভাবে কুয়োয় গিয়ে পড়েছে। সঙ্গে আবর্জনাও মিশেছে কুয়োতে। তার জেরেই পেটের রোগ দেখা দিচ্ছে বলে অনুমান। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, অন্ডাল ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ৩ জন ও বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে এক জনকে ভর্তি করানো হয়েছে। ব্লক স্বাস্থ্য আধিকারিক পরিতোষ সোরেন বলেন, “বাসিন্দাদের আপাতাত ওই কুয়োর জল খেতে নিষেধ করা হয়েছে। স্থানীয় পঞ্চায়েত ও বিডিও-কে পানীয় জলের অন্য কোনও ব্যবস্থা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।’’ বিডিও মানস পাণ্ডে জানান, কুয়োর জল ব্যবহারযোগ্য না হওয়া পর্যন্ত ওই এলাকায় ট্যাঙ্কারে করে জল সরবরাহ করা হবে। বাসিন্দাদের যদিও দাবি, অবিলম্বে জনস্বাস্থ্য কারিগরি দফতর পাইপলাইন পেতে পরিস্রুত জল সরবরাহের ব্যবস্থা করা হোক।

জল বেড়ে বাস বন্ধ। জল আরও বাড়ল কালনা মহকুমার বেশ কিছু জায়গায়। ব্লক প্রশাসনের দাবি, পূর্বস্থলী ১ ব্লকের কিছু জায়গায় জল বেড়ছে। সমুদ্রগড় ,শ্রীরামপুর, জাহান্নগর— এই তিন পঞ্চায়েতেও জমা জলের পরিমাণ বেড়েছে। বৃহস্পতিবার এসটিকেকে রোডের প্রায় চার কিলোমিটার অংশ জলমগ্ন হয়ে পড়ে। ফলে কালনা-কৃষ্ণনগর, কালনা-নবদ্বীপ রোডের বাস চলাচল বন্ধ হয়ে যায়। শ্রীরামপুরের হেমায়েতপুর মোড় এলাকায় প্রায় চার ফুট উঁচু হয়ে জমে যায় জল। স্থানীয় বাসিন্দাদের দাবি, বুধবার রাত থেকে জল বেড়েছে। অন্য দিকে, প্রায় ৬ ইঞ্চি জল কমেছে পূর্বস্থলী ২ ব্লকে। কালনার মহকুমাশাসক সব্যসাচী ঘোষ বলেন, ‘‘এসটিকেকে রোডের বিভিন্ন অংশে জল জমে থাকায় পূর্বস্থলী ১ এবং ২ ব্লকে ত্রাণ পৌঁছে দেওয়া মুশকিল হয়ে গিয়েছে। চেষ্টা চলছে কাটোয়া হয়ে ত্রান পাঠানোর। কালনা শহরে পরিস্থিতি এক রকম থাকলেও অনেকটাই উন্নতি হয়েছে মন্তেশ্বর ব্লকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE