Advertisement
E-Paper

করোনা-তথ্য জানতে বাড়িতেই স্বাস্থ্যকর্মীরা

বুধবার পুরসভার সভাঘরে আয়োজিত বৈঠকে এ বিষয়ে একাধিক রূপরেখা তৈরি হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুন ২০২০ ০০:৫০
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ডেঙ্গি, ম্যালেরিয়ার পাশাপাশি, করোনা মোকাবিলায় এ বার বাড়ি-বাড়ি ঘুরে নাগরিকদের শারীরিক অবস্থার খোঁজ নেবে আসানসোল পুরসভা। কারও শরীরে রোগের উপসর্গ মিললে তাঁর রক্ত ও লালারসের নমুনা সংগ্রহ করবেন পুরসভার স্বাস্থ্যকর্মীরা। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এই অভিযান শুরু হবে বলে জানিয়েছে পুরসভার স্বাস্থ্য দফতর।

পুরসভার ১০৬টি ওয়ার্ডের মোট পাঁচ লক্ষ ৬৪ হাজার নাগরিক এই পরিষেবা পাবেন বলে জানান পুরসভার মেয়র পারিষদ (স্বাস্থ্য) দিব্যেন্দু ভগত। বুধবার পুরসভার সভাঘরে আয়োজিত বৈঠকে এ বিষয়ে একাধিক রূপরেখা তৈরি হয়েছে। দিব্যেন্দুবাবু জানান, গত বছরে পুরসভার প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা বাড়ি-বাড়ি ঘুরে নাগরিকদের সঙ্গে দেখা করে ডেঙ্গি ও ম্যালেরিয়া সংক্রান্ত তথ্য সংগ্রহ করেছেন। কারও শরীরে রোগের উপসর্গ দেখা দিলে, রক্তের নমুনাও সংগ্রহ করেছেন। এ বার সেই অভিযানে করোনাকেও যুক্ত করা হয়েছে। শুধু করোনা বিষয়ে স্বাস্থ্যকর্মীদের বিশেষ কিছু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই অভিযানে প্রায় ৭৫০ জন অঙ্গনওয়াড়ি কর্মী কাজ করবেন।

ঘটনাচক্রে, গত বছর আসানসোল পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৫৬ বছরের এক প্রৌঢ়ার ডেঙ্গিতে মৃত্যু হয়। দুই শিশু-সহ ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দাঁড়ায় প্রায় ৭৪ জন। ১১টি ওয়ার্ডকে ‘সংবেদনশীল’ ঘোষণা করেছিল পুরসভাকে। এ বার সেই পরিস্থিতি যাতে না হয়, তাই আগাম নানা পদক্ষেপ করা হচ্ছে বলে পুরসভার দাবি। পুরসভার স্বাস্থ্য আধিকারিক দীপক গঙ্গোপাধ্যায় বলেন, “পুরো মাত্রায় বর্ষা শুরুর আগেই আমরা অভিযান শুরু করেছি।”

এ বার ডেঙ্গির পাশাপাশি, করোনা-পরিস্থিতির দিকেও বিশেষ নজর রাখা হচ্ছে বলে পুরসভা জানায়। কারণ, স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, আসানসোল পুরসভা এলাকায় বসবাসকারী একাধিক নাগরিকের শরীরে করোনার সংক্রমণের হদিস মেলে। দু’জনের মৃত্যুও ঘটে। এই পরিস্থিতিতে ডেঙ্গি ও ম্যালেরিয়া সংক্রমণ প্রসঙ্গে খোঁজ-খবরের পাশাপাশি, এ বার স্বাস্থ্যকর্মীরা করোনা সংক্রমণের বিষয়েও তথ্য সংগ্রহ করবেন। ফলে, কারও শরীরে করোনা-উপসর্গ থাকলে স্বাস্থ্যকর্মীরা দ্রুত পুরসভায় খবর দিতে পারবেন। ওই ব্যক্তির লালারসের নমুনা সংগ্রহ করে দ্রুত পরীক্ষার জন্যও পাঠানো হবে। প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি, আক্রান্তের পরিবার ও এলাকার বাসিন্দাদের সতর্ক করা হবে। তবে এই পুরো প্রক্রিয়া সার্থক করে তুলতে হলে নাগরিক সচেতনতা খুব জরুরি, জানান দিব্যেন্দুবাবু। পাশাপাশি, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা ও স্বাস্থ্যের দিকেও নজর রাখা হচ্ছে বলে জানান পুরসভার কর্তারা।

Coronavirus Health Covid-19
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy