Advertisement
২৭ এপ্রিল ২০২৪

কোর্টের নির্দেশে পদ হারালেন শিক্ষক-নেতা

এক সঙ্গে তিন স্কুলের পরিচালন সমিতির সভাপতির পদে ছিলেন তিনি। হাইকোর্টের নির্দেশে একটি স্কুলে সেই পদ থেকে সরতে হচ্ছে তৃণমূল শিক্ষা সেলের এক নেতাকে। ওই নেতা যে স্কুলের শিক্ষক সেখানেও তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ পরিচালন সমিতিকে জানিয়েছেন সহকর্মীরা।

নিজস্ব সংবাদদাতা
রানিগঞ্জ শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৬ ০০:৩৫
Share: Save:

এক সঙ্গে তিন স্কুলের পরিচালন সমিতির সভাপতির পদে ছিলেন তিনি। হাইকোর্টের নির্দেশে একটি স্কুলে সেই পদ থেকে সরতে হচ্ছে তৃণমূল শিক্ষা সেলের এক নেতাকে। ওই নেতা যে স্কুলের শিক্ষক সেখানেও তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ পরিচালন সমিতিকে জানিয়েছেন সহকর্মীরা। তবে কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। অদ্বৈত কোনার নামে ওই নেতা অবশ্য দাবি করেন, ‘‘বাম মনোভাবাপন্ন কিছু শিক্ষক আমার বিরুদ্ধে কুৎসা করছেন।’’

অদ্বৈতবাবু সিহারসোল রাজ হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক। তিনি তৃণমূল শিক্ষা সেলের জেলা (শিল্পাঞ্চল) কমিটির সহ-সম্পাদক পদেও রয়েছেন। সেই সঙ্গে শহরের মারোয়াড়ি সনাতন বিদ্যালয়, রানিগঞ্জ জুনিয়র হাইস্কুল ও রঘুনাথচক আদর্শ হিন্দি বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি পদে ছিলেন। স্কুল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার এক বাসিন্দার মামলার প্রেক্ষিতে অদ্বৈতবাবুকে মারোয়াড়ি সনাতন বিদ্যালয়ের সভাপতি পদ থেকে সরানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সরকারের তরফে সেই নির্দেশের কথা ১ অগস্ট চিঠি দিয়ে স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্দেশ অনুযায়ী, শিক্ষক হিসেবে কর্মরত কেউ কোনও স্কুলের সভাপতি পদে থাকতে পারবেন না।

তবে তার পরেও ওই শিক্ষক নেতা অন্য দুই স্কুলের পদে রয়েছেন বলে অভিযোগ। যদিও অদ্বৈতবাবুর বক্তব্য, ‘‘রঘুনাথচকের স্কুলে সভাপতি পদ বেশ কিছু দিন আগে ছেড়ে দিয়েছি। মারোয়াড়ি সনাতন বিদ্যালয়ে পদ থেকে সরানোর রায়ের বিরুদ্ধে আমি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করেছি।’’

অদ্বৈতবাবুর বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাঁর স্কুলেও। সিহারশোল রাজ হাইস্কুলের প্রধান শিক্ষক তাপস চট্টোপাধ্যায় জানান, কয়েক বছর আগে তাঁদের স্কুল অ্যাডমিনিস্ট্রেটরের অধীনে থাকাকালীন তৎকালীন সহকারী স্কুল পরিদর্শক অদ্বৈতবাবুকে সহকারী প্রধান শিক্ষক পদে বসান। কিন্তু সেই নিয়োগপত্রে অ্যাডমিনিস্ট্রেটরের সই ছিল না। তাই এই নিয়োগ অবৈধ বলে অভিযোগ স্কুলের শিক্ষকদের একাংশের। তাঁদের দাবি, সংশ্লিষ্ট দফতরে এ নিয়ে বারবার অভিযোগ জানালেও কোনও ফল হয়নি। গত ২৬ জুলাই ৩৩ জন শিক্ষক স্কুল কর্তৃপক্ষের কাছেও এ ব্যাপারে পদক্ষেপের আর্জি জানান। তাঁদের অভিযোগ, অদ্বৈতবাবু শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার-সহ নানা অনিয়ম করছেন। প্রধান শিক্ষক বলেন, ‘‘অভিযোগ পরিচালন সমিতির কাছে পাঠানো হয়েছে।’’

তৃণমূল শিক্ষা সেলের আসানসোল শিল্পাঞ্চল সভাপতি নিমাই মাহান্তি বলেন, “আইন মেনে ব্যবস্থা নেওয়া হোক। রাজনৈতিক রং দেখার প্রয়োজন নেই।’’ একই বক্তব্য তৃণমূল প্রভাবিত ‘আসানসোল-দুর্গাপুর টিচার্স অ্যন্ড স্টাফ অ্যাসোসিয়েশন’-এর যুগ্ম সম্পাদক চন্দ্রশেখর কুণ্ডুরও। অদ্বৈতবাবু অবশ্য সহকর্মীদের তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছেন। বর্তমান সহকারী স্কুল পরিদর্শক উত্তম চট্টোপাধ্যায় বলেন, “অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Teacher Suspended
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE