Advertisement
১৯ মে ২০২৪

হাওড়া লোকাল চালু হচ্ছে না, হতাশ শহর

দুর্গাপুর ও হাওড়ার মধ্যে ইএমইউ ট্রেন চালুর সম্ভাবনা ফের এক বার নাকচ করে দিল রেল মন্ত্রক। শিল্প শহর থেকে সরাসরি হাওড়া যাওয়ার ট্রেন চালুর দাবি দীর্ঘ দিনের। নানা সময়ে প্রতিশ্রুতি মিলেছে।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ০৭ মে ২০১৭ ০১:০৯
Share: Save:

দুর্গাপুর ও হাওড়ার মধ্যে ইএমইউ ট্রেন চালুর সম্ভাবনা ফের এক বার নাকচ করে দিল রেল মন্ত্রক। শিল্প শহর থেকে সরাসরি হাওড়া যাওয়ার ট্রেন চালুর দাবি দীর্ঘ দিনের। নানা সময়ে প্রতিশ্রুতি মিলেছে। একের পর এক রেল বাজেট পাশ হয়েছে। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। সম্প্রতি রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে রেল প্রতিমন্ত্রী রাজেন গোহেন জানিয়ে দেন, দুর্গাপুর থেকে হাওড়া ট্রেন পরিষেবা চালু বাস্তবসম্মত নয়।

রেল সূত্রে জানা গিয়েছে, মডেল স্টেশন দুর্গাপুর হয়ে মাসে গড়ে প্রায় সাড়ে ৪ লক্ষ যাত্রী যাতায়াত করেন। কলকাতায় নানা প্রয়োজনে তার মধ্যে অনেকেই হাওড়া যাতায়াত করেন। নিত্যযাত্রীর সংখ্যাও অগুণতি। কিন্তু সরাসরি ট্রেন না থাকায় তাঁদের নানা সমস্যায় পড়তে হয়। যাত্রীরা জানান, দুই শহরের মধ্যে সরাসরি কোনও লোকাল ট্রেন নেই। আসানসোল বা পুরুলিয়া থেকে আসা লোকাল বর্ধমান পর্যন্ত চলে। বর্ধমান থেকে অন্য ট্রেন ধরে হাওড়া যেতে হয়। সরাসরি হাওড়া যেতে বেশি ভাড়া দিয়ে মেল বা এক্সপ্রেসে চড়া ছাড়া গতি নেই। তাছাড়া ট্রেনগুলি আগে থেকে যাত্রী বোঝাই হয়ে আসে। ফলে, দুর্গাপুর থেকে উঠে বসার জায়গা মেলে না। বয়স্ক, শিশু ও মহিলারা সমস্যায় পড়েন। তা না হলে বেশি ভাড়া গুণে আগাম আসন রিজার্ভ করতে হয়।

২০০৭ সালে তৎকালীন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব দুর্গাপুরে রেল উড়ালপুলের শিলান্যাস করতে এলে সরাসরি হাওড়া পর্যন্ত লোকাল ট্রেন চালানোর দাবি জানান যাত্রীরা। মঞ্চ থেকেই মন্ত্রী প্রতিশ্রুতি দেন, পরবর্তী রেল বাজেটে দুর্গাপুর-হাওড়া লোকাল চালুর প্রস্তাব রাখা হবে। কিন্তু তা হয়নি। ২০০৮ সালে তৎকালীন রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বাসুদেব আচারিয়া দুর্গাপুরে জানান, দুর্গাপুর-হাওড়া লোকাল ট্রেন চালুর ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছে রেল। দুর্গাপুরে বৈদ্যুতিন ট্রেনের টার্মিনাল না থাকায় ট্রেনগুলি আসানসোল থেকে দুর্গাপুরে ফাঁকা আসবে। তার পরে দুর্গাপুর থেকে যাত্রী নিয়ে হাওড়া যাবে। মাঝে এক বার বর্ধমানে থামবে। কিন্তু ট্রেন চালু হয়নি। তার পর থেকে প্রতি বাজেটে অধীর আগ্রহে থেকেছেন দুর্গাপুরবাসী।

তামিলনাড়ু থেকে নির্বাচিত রাজ্যসভার সিপিএম সাংসদ টি কে রঙ্গরাজন সম্প্রতি রেলমন্ত্রকের কাছে লিখিত ভাবে জানতে চান, দুর্গাপুর-হাওড়া ট্রেন চালুর ব্যাপারে মন্ত্রক কোনও সিদ্ধান্ত নিয়েছে কি না। এ ব্যাপারে কোনও সমীক্ষা কি হয়েছে? তার উত্তরেই প্রতিমন্ত্রী রাজেন গোহেন জানান, এই মুহূর্তে দুর্গাপুর-হাওড়া ট্রেন পরিষেবা চালুর বিষয়টি লাভজনক নয় বলেই মনে করে মন্ত্রক।

যা শুনে দুর্গাপুর থেকে নিয়মিত হাওড়া যাতায়াত করা যাত্রীরা হতাশ ও ক্ষুব্ধ। নিত্যযাত্রী শুভময় বসু বলেন, ‘‘রেল বরাবর এই লাভজনক না হওয়ার কথা বলে আসছে।অথচ, প্রতি ঘণ্টায় দুর্গাপুর থেকে তিন-চারটি কলকাতাগামী বাস ছাড়ে। আগাম টিকিট কেটে না রাখলে বাসে জায়গা মেলে না। তাহলে ট্রেনে লাভ হবে না কেন!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Train Howrah Durgapur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE