Advertisement
২৪ এপ্রিল ২০২৪

জলে কারখানার বর্জ্য মেশা রুখতে অভিযান

টানা বৃষ্টি হলেই অঙ্গদপুর শিল্পতালুকের রাসায়নিক বর্জ্য মিশ্রিত জল পুরসভার জল শোধনাগারে মিশছে বলে অভিযোগ। শোধনের পরেও জলের শুদ্ধতা নিয়ে সংশয় যাচ্ছে না শহরবাসীর।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৬ ০০:২২
Share: Save:

টানা বৃষ্টি হলেই অঙ্গদপুর শিল্পতালুকের রাসায়নিক বর্জ্য মিশ্রিত জল পুরসভার জল শোধনাগারে মিশছে বলে অভিযোগ। শোধনের পরেও জলের শুদ্ধতা নিয়ে সংশয় যাচ্ছে না শহরবাসীর। পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার মহকুমাশাসক শঙ্খ সাঁতরা, পুরসভার ডেপুটি মেয়র অমিতাভ বন্দ্যোপাধ্যায়, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকেরা অঙ্গদপুরে বিভিন্ন কারখানা পরিদর্শন করেন। মহকুমাশাসক জানান, কারখানাগুলি থেকে জলের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষায় উপযুক্ত ফল না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিয়মিত পর্যবেক্ষণের জন্য মহকুমা স্তরের কমিটি গড়া হবে বলে জানান তিনি।

শিল্পতালুকের কারখানা থেকে বর্জ্য জল উপযুক্ত শোধন করে বাইরে ছাড়ার কথা। কিন্তু যে জল বেরোচ্ছে তাতে রাসায়নিক বর্জ্য থাকছে বলে অভিযোগ। ফলে, দামোদর নদ, তামলা নালার জল বিপজ্জনক ভাবে দূষিত হচ্ছে। দামোদরের জল শোধন করে তা পানীয় জল হিসেবে শহরে সরবরাহ করা হয়। সম্প্রতি ভারী বৃষ্টিতে অঙ্গদপুরের কারখানাগুলি থেকে বর্জ্য-জল নর্দমা উপচে পুরসভার জল শোধনাগারে মেশে বলে অভিযোগ। মহকুমা প্রশাসন জানায়, আগেই এক দফা কারখানা মালিকদের সতর্ক করা হয়। তার পরেও এমন ঘটায় জেলা পরিকল্পনা ও নজরদারি বিভাগের বৈঠকে আচমকা পরিদর্শনের সিদ্ধান্ত হয়।

সেই মতো এ দিন অভিযান হয়। আধিকারিকেরা কারখানায় খুঁটিনাটি পরীক্ষা করেন। কথা বলেন কর্মী-আধিকারিকদের সঙ্গে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকেরা জলের নমুনা সংগ্রহ করেন। ফের যাতে কারখানাগুলি এ ব্যাপারে ঢিলেঢালা মনোভাব না দেখায়, সে জন্য নজরদারি কমিটি গড়ার কথাও জানান মহকুমাশাসক। তিনি বলেন, ‘‘মহকুমা স্তরের টাস্ক ফোর্স গড়ার সিদ্ধান্ত হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Industrial waste Water pollution
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE