Advertisement
E-Paper

ফকিরি গানের সুরে ভাষা দিবস পালন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার জেলার বিভিন্ন প্রান্তে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হল। স্মরণ করা হল ভাষা শহিদদের।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন কমিটির তরফে এ দিন পক্ষে দুর্গাপুরের ইস্পাতনগরীর বি-জোনে ভাষা শহিদ স্মারক উদ্যানে অনুষ্ঠান আয়োজিত হয়।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৭ ০০:০০
দুর্গাপুরের বি-জোনে অনুষ্ঠান। ছবি: বিকাশ মশান।

দুর্গাপুরের বি-জোনে অনুষ্ঠান। ছবি: বিকাশ মশান।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার জেলার বিভিন্ন প্রান্তে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হল। স্মরণ করা হল ভাষা শহিদদের।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন কমিটির তরফে এ দিন পক্ষে দুর্গাপুরের ইস্পাতনগরীর বি-জোনে ভাষা শহিদ স্মারক উদ্যানে অনুষ্ঠান আয়োজিত হয়। ছিল গান, কবিতা, আঁকা-সহ বিভিন্ন অনুষ্ঠান। প্রভাতফেরীর আয়োজন করে দুর্গাপুর শিল্পাঞ্চল সংলগ্ন বস্তি কল্যাণ সমিতি। উদ্যোক্তাদের তরফে কৃষ্ণ মাল জানান, ধোবিঘাট থেকে মধুপল্লি পর্যন্ত এলাকা পরিক্রমা করা হয়। এ ছাড়াও বুদবুদের মানকরে সারা বাংলা রাইটার্স গিল্ড সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান আয়োজিত হয় মানকরের রথতলাতেও। অনুষ্ঠান ও আলোচনাসভার আয়োজন করে আসানসোল গ্রাম সবপেয়েছির আসর।

ফকিরি গানের সুরে আউশগ্রামের বারাসতের ডাঙায় মাতৃভাষা দিবসের অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের আয়োজন করে পাণ্ডুরাজা প্রত্ন গবেষণা কেন্দ্র। ছিলেন সাহিত্যিক আদিত্য মুখোপাধ্যায়। দিনটি পালিত হয় গুসকরা কলেজেও। অনুষ্ঠানে যোগ দেন বিশ্বভারতীর শিক্ষিকা কল্পিকা মুখোপাধ্যায় ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অলোক চক্রবর্তী। গলসি উদয়ন সঙ্ঘ গ্রন্থাগারে অনুষ্ঠান হয়।

ভাষা-শহিদদের স্মৃতিতে পূর্বস্থলীর নাদনঘাট শাস্ত্রী স্মৃতি সঙ্ঘ ও নসরৎপুরের শ্রীরামপুর পূর্বস্থলী সাংস্কৃতিক ইতিহাস, পূর্বস্থলীর কৃষ্ণনাথ গ্রন্থাগার, চুপি অকিঞ্চন কুটির, অক্ষয় গ্রন্থাগার অনুষ্ঠানের আয়োজন করে। এ ছাড়াও বর্ধমানের ইছলাবাদ বিবেকানন্দ বিদ্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করে জেলা তত্থ্য ও সংস্কৃতি দফতর। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন ও ভাষা শহিদ স্মরণ কমিটি, কয়েকটি পত্রিকার তরফে টাউন হল থেকে কার্জন গেট পর্যন্ত মিছিল করা হয়। ভাতছালার শিশু নিকেতন স্কুল, বর্ধমান মহিলা কলেজ, বর্ধমান ফিজিক্যাল কালচারাল সেন্টারের সদস্যরা ও গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘের সদস্যরাও অনুষ্ঠানের আয়োজন করেন।

International Mother Language Day Folk Song
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy