Advertisement
৩০ এপ্রিল ২০২৪

চিকিৎসক নেই, ক্ষোভ কালনা হাসপাতালে

যে কোনও সমস্যা সামান্য জটিল হলেই বর্ধমানে রোগীকে স্থানান্তিরত করে দেওয়া হচ্ছে। সমস্যা সমাধানে বৃহস্পতিবার স্মারকলিপিও দিয়েছে বিজেপি।

নিজস্ব সংবাদদাতা
কালনা শেষ আপডেট: ০২ জুন ২০১৭ ০১:২৩
Share: Save:

সবথেকে বেশি রোগী আসেন এই বিভাগে। অথচ সপ্তাহ দুয়েক ধরে কালনা মহকুমা হাসপাতালের সেই মেডিসিন বিভাগেই নেই কোনও বিশেষজ্ঞ চিকিৎসক। বাসিন্দাদের ক্ষোভ, যে কোনও সমস্যা সামান্য জটিল হলেই বর্ধমানে রোগীকে স্থানান্তিরত করে দেওয়া হচ্ছে। সমস্যা সমাধানে বৃহস্পতিবার স্মারকলিপিও দিয়েছে বিজেপি।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এই বিভাগে কালনা ছাড়াও হুগলি ও নদিয়ার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা আসেন। মাস ছয়েক আগেও এই বিভাগে তিন জন বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন। কিন্তু তাঁদের কেউ অন্যত্র বদলি হয়ে যান, কেউ বা কাজ ছেড়ে দিয়েছেন। ফলে এই মুহূর্তে তিন জন বিশেষজ্ঞের পদই ফাঁকা।

এই পরিস্থিতিতে অন্য বিভাগের ডাক্তারদের দিয়ে কোনও রকমে জোড়াতালি দিয়ে কাজ চলছে বলে খবর। যদিও প্রয়োজনের তুলনায় তা যথেষ্ট নয় বলে অভিযোগ। সুপ্রিয় তালুকদার নামে এক রোগীর আত্মীয় বলেন, ‘‘জ্বর, পেটে ব্যাথা ছাড়া পরিস্থিতি সামান্য জটিল হলেই রোগীকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে। প্রায় ৬০ কিলোমিটার রাস্তা উজিয়ে পরিষেবা নিতে সমস্যায় পড়তে হচ্ছে। বাড়ছে যাতায়াতের খরচও।’’

চিকিৎসক নিয়োগ, রোগীদের খাবার তৈরির জায়গার পরিবর্তন, নিকাশির উন্নতি, দালাল চক্রের রমরমা বন্ধের দাবি জানান বিজেপি নেতৃত্ব। দলের জেলা সম্পাদক ধনঞ্জয় হালদার বলেন, ‘‘চিকিৎসকের অভাবে মেডিসিন বিভাগ ধুঁকছে। ন্যূনতম পরিষেবাও অনেক সময় মিলছে না।’’ কালনার মহকুমাশাসক নীতিন সিংহানিয়া অবশ্য বলেন, ‘‘মেডিসিন বিভাগে যাতে দ্রুত চিকিৎসক পাওয়া যায়, তার জন্য জেলা স্বাস্থ্য আধিকারিককে জানানো হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE