Advertisement
২৪ এপ্রিল ২০২৪

তৃণমূলে যোগ নেতার, চাপান-উতোর

এলাকার বিধায়ক তথা আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারির উপস্থিতিতে পাণ্ডবেশ্বরে তৃণমূলে যোগ দিলেন বামেদের বেশ কয়েক জন জনপ্রতিনিধি ও নেতা-কর্মী।

নিজস্ব সংবাদদাতা
পাণ্ডবেশ্বর শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৬ ০০:৪৭
Share: Save:

এলাকার বিধায়ক তথা আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারির উপস্থিতিতে পাণ্ডবেশ্বরে তৃণমূলে যোগ দিলেন বামেদের বেশ কয়েক জন জনপ্রতিনিধি ও নেতা-কর্মী। তাঁদের মধ্যে রয়েছেন বিজয় সিংহ নামে এক স্থানীয় সিপিএম নেতা, যাঁর বিরুদ্ধে এক সময়ে বেআইনি কয়লা কারবার-সহ নানা অভিযোগ উঠেছিল। তিনি দিন ছয়েক আগেই তাদের সংগঠনে যোগ দেন বলে জানায় আইএনটিটিইউসি প্রভাবিত খনি শ্রমিক সংগঠন কেকেএসসি।

এ দিন বিজয়বাবু তৃণমূলে যোগ দেওয়ার পরে কেকেএসসি-র সাধারণ সম্পাদক হরেরাম সিংহ বলেন, ‘‘বিজয় বেশ কিছু দিন আগেই ভূল বুঝে পথ পরিবর্তন করতে চাইছিল। কিন্তু চাপে পড়ে তা করতে পারছিল না। কিছু দিন আগে আমার কাছে বিজয় এসেছিল। ওকে আমি জানিয়েছি, তুমি আমাদের সংগঠনে যোগ দাও, তোমাকে ঠিক পথে নিয়ে যাব।’’ বিজয়বাবু সম্পর্কে কোনও কথা না বললেও এ দিন জিতেন্দ্রবাবু বলেন, ‘‘আগে বিভিন্ন অবৈধ কারবারে যাঁরা যুক্ত ছিলেন, তাঁরা যদি ভাবেন তৃণমূলে নাম লিখিয়ে আগের মতোই কারবার চালিয়ে যাবেন, তাঁরা ভুল করছেন। দল এ সব বরদাস্ত করবে না।’’ গোটা বিষয়টি নিয়ে তৃণমূলের অন্দরেই বিতর্ক তৈরি হয়েছে। সিপিএম নেতারা এ ব্যাপারে কোনও কথা বলতে চাননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Left front TMC Pandabeswar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE