Advertisement
১৭ জুন ২০২৪
general-election-2019/west-bengal

প্রার্থীকে ‘মার’, পাল্টা খুনের হুমকির নালিশ

দেবপ্রসাদবাবুর দাবি, ‘‘বিজেপি প্রার্থী ভোট লুঠ করার জন্য পতাকা লাগানো গাড়ি নিয়ে বুথে ঢোকেন। তৃণমূলের সৈনিক হিসেবে আমি প্রথমে ওঁকে অবৈধ কাজ থেকে বিরত থাকার পরামর্শ দিই।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কালনা শেষ আপডেট: ০১ মে ২০১৯ ০২:৫৯
Share: Save:

ভোটের দিন দলীয় প্রার্থীর উপরে হামলার ঘটনায় কালনার পুরপ্রধানের দিকে আঙুল তুলেছিল বিজেপি। মঙ্গলবার প্রশাসনের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ করলেন বিজেপি নেতারা। এ দিন পুরপ্রধান দেবপ্রসাদ বাগও কালনা থানায় একটি পাল্টা অভিযোগ করেছেন। তাঁর দাবি, বহিরাগত কিছু লোকজন নিয়ে গাড়িতে দলীয় পতাকা লাগিয়ে কালনা শহরের একটি বুথে ভোট লুট করার চেষ্টা করেছেন বিজেপি প্রার্থী পরেশচন্দ্র দাস। এ কাজ অবৈধ দাবি করে বাধা দিতে গেলে তাঁকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে বলেও তাঁর দাবি।

কালনার মহকুমাশাসক নীতিশ ঢালি বলেন, ‘‘বিজেপি প্রার্থী লিখিত অভিযোগ জমা দিয়েছেন। নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট পৌঁছেছে।’’ অন্য অভিযোগেরও তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

বিজেপি সূত্রে জানা গিয়েছে, ভোটের দিন দুই দেহরক্ষী এবং ব্যক্তিগত সচিব নিয়ে শহরের ৯ এবং ১৭ নম্বর ওয়ার্ডে ভোট কেমন চলছে দেখতে যান পরেশবাবু। যোগীপাড়া এলাকার একটি বুথের সামনে দলীয় প্রার্থী ও তাঁর সঙ্গে থাকা লোকজনেদের উপর তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ। ভাঙচুর চলে প্রার্থীর গাড়িতে। পুরোটাই পুরপ্রধানের নেতৃত্বে হয় বলে বিজেপির দাবি। মঙ্গলবার কাটোয়ার কৈচরের বাড়িতেই সারা দিন কাটান পরেশবাবু। তিনি বলেন, ‘‘হামলা যে হয়েছে তার মেডিক্যাল রিপোর্ট, ছবি-সহ বেশ কিছু নথি প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করা হয়নি। মনে হচ্ছে প্রশাসন শাসক দলের বিরুদ্ধে কিছু করতে চাইছে না।’’ বিষয়টি ফের জেলাশাসক এবং নির্বাচন কমিশনকে চিঠি লিখে জানানো হবে বলেও তাঁর দাবি।

দেবপ্রসাদবাবুর দাবি, ‘‘বিজেপি প্রার্থী ভোট লুঠ করার জন্য পতাকা লাগানো গাড়ি নিয়ে বুথে ঢোকেন। তৃণমূলের সৈনিক হিসেবে আমি প্রথমে ওঁকে অবৈধ কাজ থেকে বিরত থাকার পরামর্শ দিই। এর পরেই বিজেপি প্রার্থী আমাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণে মারার হুমকি দেন।’’ তাঁর দাবি, ঘটনার পরে হুমকি ফোনও পেয়েছেন তিনি। যদিও অভিযোগ মানতে নারাজ বিজেপি। দলের জেলা সম্পাদক ধনঞ্জয় হালদারের জবাব, ‘‘আমাদের প্রার্থীকে যে মারা হয়েছে তা স্থানীয় মানুষজন দেখেছেন। পুরপ্রধানের অভিযোগ ভিত্তিহীন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE