অফিস চত্বরে বিদ্যুৎ দফতরের এক কর্মীকে মারধর ও গলা টিপে মেরে ফেলার চেষ্টার ঘটনায় তাঁর এক সহকর্মীকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার পুলিশ। ধৃতের নাম শেখ বোরহান আলি। মাধবডিহি থানার আলমপুরের উত্তরপাড়ায় তাঁর বাড়ি। ঘটনার দিনই তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হলে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে ১০ অক্টোবর তাঁকে ফের পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।
মাধবডিহি থানার কাইতির বাসিন্দা বাবলু মালিক দীর্ঘদিন ধরে স্থানীয় পাওয়ার হাউসের কর্মী। রবিবার সকাল সাড়ে ৮টা নাগাদ ডিউটি চলাকালীন সহকর্মী বোরহানের সঙ্গে তাঁর বচসা বাধে। তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। তার প্রতিবাদ করেন বাবলু। দু’জনের মধ্যে বচসা চরম আকার নেয়। সে সময় বাবলুকে মারধর করা হয়। রড দিয়েও তাঁর বুকে ও মাথায় আঘাত করা হয়। এমনকি তাঁর গলা টিপে ধরা হয় বলে অভিযোগ। চিৎকার চেঁচামেচি শুনে কয়েকজন পথচারী বাবলুকে উদ্ধার করে মাধবডিহি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে বাবলুর ছেলে সৌমিক মালিক ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন।