Advertisement
০২ মে ২০২৪
Arrest

প্রতিবেশী বধূকে শ্লীলতাহানি ও হুমকি! রায়নায় গ্রেফতার এক যুবক

প্রতিবেশী বধূর শ্লীলতাহানি এবং তাঁকে হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পূর্ব বর্ধমানের রায়না থানার পুলিশ। ধৃতের নাম শেখ রাজাবাবু ওরফে ছোট্টু।

—প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
রায়না শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৩ ২৩:৪২
Share: Save:

প্রতিবেশী বধূর শ্লীলতাহানি এবং তাঁকে হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পূর্ব বর্ধমানের রায়না থানার পুলিশ। ধৃতের নাম শেখ রাজাবাবু ওরফে ছোট্টু। রায়না থানার বেলসর গ্রামে তাঁর বাড়ি। বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতকে শুক্রবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে ১৬ অক্টোবর ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম।

পুলিশ জানিয়েছে, বুধবার বধূর স্বামী রাতে বাড়িতে ছিলেন না। কর্মসূত্রে তিনি বাইরে গিয়েছিলেন। রাত সাড়ে ১১টা নাগাদ রাজাবাবু বাড়িতে ঢুকে বধূকে কুপ্রস্তাব দেন। তাতে রাজি না হওয়ায় তিনি বধূর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। বধূর চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হলে তিনি পালিয়ে যান। চলে যাওয়ার সময় বধূকে তিনি প্রাণনাশের হুমকি দেন। স্বামী বাড়ি ফিরলে বধূ তাঁকে ঘটনার কথা জানান। এর পর রাতেই বধূর স্বামী থানায় অভিযোগ দায়ের করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bardhaman woman harassment
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE