রাস্তার পাশে দাঁড়িয়ে এক জনের সঙ্গে কথা বলছিলেন এক ব্যক্তি। হঠাৎ নিয়ন্ত্রণ হারানো গাড়ি এসে ধাক্কা দেওয়ায় মৃত্যু হল তাঁর। গা়ড়িটি তাঁকে নিয়ে রাস্তার পাশে বাতিস্তম্ভে সজোরে ধাক্কা দেয়। শনিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে দুর্গাপুরের সিটি সেন্টারে মাইকেল ফ্যারাডে রোডে। পুলিশ জানায়, মৃতের নাম রতন কাহার (৪০)। সিএমইআরআই কলোনির কাছে সোনারতরী আবাসনে থাকতেন তিনি। গাড়ির চালক ও সঙ্গী, দু’জনেই মদ্যপ অবস্থায় ছিল বলে জানায় পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রতনবাবু ওই রাস্তার ধারে একটি মোটর ট্রেনিং স্কুলের প্রশিক্ষক ছিলেন। এ দিন বিকেল ৪টে নাগাদ তিনি স্কুলের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে এক পরিচিতের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ এনপিটিআইয়ের দিক থেকে দ্রুত গতিতে আসা একটি লাল রঙের গাড়ি রাস্তা থেকে নেমে রতনবাবুকে ধাক্কা মারে। তাঁর পরিচিত ব্যক্তি কোনও মতে সরে গিয়ে রক্ষা পান। ঘটনাস্থলেই মৃত্যু হয় রতনবাবুর। পুলিশ রতনবাবুর দেহ ময়না-তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।
পুলিশ জানায়, জয়ন্ত বিশ্বাস নামে ওই গাড়ির চালক যুবক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল। তার বাড়ি শ্রীনগরপল্লি এলাকায়। তার সঙ্গে ছিল পাড়ারই যুবক অভিজিৎ কর্মকার। দু’জনেই জখম হয়। তাদের আটক করে চিকিৎসার জন্য মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়ি থেকে মদের বোতল ও গ্লাস উদ্ধার হয়েছে বলে পুলিশ জানায়।
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জেরে দুর্ঘটনা বন্ধ করতে সুপ্রিম কোর্ট জাতীয় ও রাজ্য সড়কের পাশে মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছে। এ দিন সকালে সিটি সেন্টারে পুলিশের তরফে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। তার কয়েক ঘণ্টার মধ্যেই ঘটল দুর্ঘটনা।