Advertisement
২৫ এপ্রিল ২০২৪
truck

জাতীয় সড়কে জ্বলছে লরি, চালক পালালেও, গাড়ির ভিতরেই ঝলসে মৃত্যু হল খালাসির

সংঘর্ষের জেরে কয়লাবোঝাই লরির সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। দুমড়েমুচড়ে যায় লরির কেবিন। সেখান থেকে আহত অবস্থায় চালক কোনওক্রমে বেরিয়ে আসতে পারলেও, আটকে পড়েন গাড়ির খালাসি।

তখনও জ্বলছে লরিটি।

তখনও জ্বলছে লরিটি। — নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
গলসি শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২২ ১১:৩৯
Share: Save:

জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার জেরে গাড়ির ভিতরে আটকে পড়ে ঝলসে মৃত্যু হল খালাসির। বুধবার ভোরে এই দুর্ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের গলসি থানার চৌমাথা মোড়ে ২ নম্বর জাতীয় সড়কে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত লরিটি অন্য একটি লরির পিছনে ধাক্কা মারে। এর পরই আগুন ধরে যায় সেই লরিটিতে।

পার্থ চক্রবর্তী নামে স্থানীয় একটি চালকলের প্রহরী বলেন, ‘‘ভোরবেলা বর্ধমানের দিক থেকে দুর্গাপুরগামী একটি কয়লাবোঝাই লরি ২ নম্বর জাতীয় সড়ক ধরে যাচ্ছিল। সেই সময় গলসি চৌমাথা মোড়ে একটি ধানবোঝাই লরির পিছনে কয়লাবোঝাই লরিটি সজোরে ধাক্কা মারে। তার পরই আগুন ধরে যায় ওই লরিটিতে। সেই আগুন ছড়িয়ে পড়ে সামনের ধানের গাড়িতেও।’’

সংঘর্ষের জেরে কয়লাবোঝাই লরির সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। দুমড়ে মুচড়ে যায় লরির কেবিন। সেখান থেকে আহত অবস্থায় চালক কোনওক্রমে বেরিয়ে আসতে পারলেও, আটকে পড়েন গাড়ির খালাসি। আগুনে গাড়ির ভিতরেই ঝলসে মৃত্যু হয় তাঁর। খালাসি শেখ সুলতান ওরফে সাগর বীরভূমের চিনপাইয়ের নারায়ণপুরের বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়েই গলসি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। খবর দেওয়া হয় দমকলে। দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে আগুন। দুর্ঘটনার জেরে দুর্গাপুরগামী জাতীয় সড়ক দীর্ঘ ক্ষণ অবরুদ্ধ হয়ে পরে। পরে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ২টিকে রাস্তা থেকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

truck Fire Death National Highway Accident
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE