পর পর ছ’টি সিলিন্ডারে বিস্ফোরণ। এই ঘটনায় আতঙ্ক ছড়াল পূর্ব বর্ধমানের মেমারি সাতগাছিয়ার কাঠখাণ্ড এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, বেআইনি ভাবে মজুত গ্যাস সিলিন্ডার ভর্তি ছাউনিতে আগুন ধরে যায় হঠাৎই। একের পর একের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় বলে অভিযোগ স্থানীয়দের। হতাহতের কোনও খবর নেই। দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছোয়। প্রায় চল্লিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। দমকল আধিকারিক পুলক সিংহ রায় বলেন, ‘‘৯৫ টি সিলিন্ডারে গ্যাস মজুত ছিল। বাকিগুলি খালিই ছিল। ঠিক সময়ে দমকল এসে না পৌঁছোলে বড় দুর্ঘটনা ঘটতে পারত।’’
স্থানীয়দের অনুমান, বেআইনি ভাবে গ্যাস মজুত করে এখান থেকেই রান্নার গ্যাস এবং বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ভর্তি করা হত। ঘটনাস্থলে পৌঁছেছে মেমারি থানার পুলিশও।
ঘটনার পর থেকেই পলাতক গ্যাস গোডাউনের মালিক। দমকল আধিকারিক জানান, ‘‘মালিকের সঙ্গে কথা বলা হবে। প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাওয়া হবে। অগ্নিনির্বাপক যন্ত্র কিছু পরিমাণে থাকলেও তা পর্যাপ্ত পরিমাণে ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আগুন লাগার কারণও স্পষ্ট নয়।’’