Advertisement
E-Paper

শিল্পাঞ্চল জুড়ে নানা অনুষ্ঠানে বিবেক-স্মরণ

সারা রাজ্যের সঙ্গে বর্ধমানের শিল্পাঞ্চলেও বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের জন্মতিথি পালিত হল। সরকারি উদ্যোগ ছাড়াও বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান দিনটিতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৭ ০০:৫৪
দুর্গাপুরে সাইকেল মিছিল। নিজস্ব চিত্র।

দুর্গাপুরে সাইকেল মিছিল। নিজস্ব চিত্র।

সারা রাজ্যের সঙ্গে বর্ধমানের শিল্পাঞ্চলেও বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের জন্মতিথি পালিত হল। সরকারি উদ্যোগ ছাড়াও বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান দিনটিতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।

বিবেকানন্দের জন্মতিথিতে এ দিন শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় ‘ছাত্র-যুব উৎসবে’র আয়োজন করে যুবকল্যাণ দফতর। সকালে ডিপিএলের বি-জোন আদিবেদীর প্রায় দেড়শো সদস্য সাইকেলে করে বাঁকুড়ার রামহরিপুর রামকৃষ্ণ মিশনের দিকে যাত্রা শুরু করেন। বিবেক-চর্চা, ভক্তিগীতি, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করে দুর্গাপুর বিবেকানন্দ ভাব সমাজ। বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান, প্রভাতফেরী, আবৃত্তি, ক্যুইজ-সহ বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করে পাণ্ডবেশ্বরের ‘স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী চর্চা কেন্দ্র’। দুর্গাপুর সর্বধর্ম সমন্বয় মঞ্চের তরফে ইস্পাতনগরীর নেতাজি ভবনে সাম্প্রতিক সময়ে বিবেকানন্দের আদর্শ ও বাণীর প্রাসঙ্গিকতা বিষয়ে আলোচনা করা হয়। সিটি সেন্টারের ‘কালজয়ী’ পত্রিকার অফিসেও দিনটি পালিত হয়।

চিত্তরঞ্জনে রামকৃষ্ণ বিবেকানন্দ পাঠচক্র দুঃস্থ পড়ুয়াদের শিক্ষা সরঞ্জাম তুলে দেয়। এ ছাড়াও চাঁদা মোড়ের একটি ইংরেজি মাধ্যম স্কুলেও অনুষ্ঠান হয়। জামুড়িয়ার বীরকুলটি গ্রামে আদিবাসী ছাত্রাবাসে বিবেকানন্দের মূর্তির উদ্বোধন করা হয়। মহিলা সমিতির উদ্যোগে বিবেক-স্মরণে আলোচনাসভা আয়োজিত হয় চিত্তরঞ্জন কল্যাণগ্রামে। এ ছাড়াও গলসির গলিগ্রাম, পানাগড় রেলপাড়েও দিনটি পালিত হয়। রানিগঞ্জ, পাণ্ডবেশ্বরের সিনেমা হল, রতিবাটি কোলিয়ারি মাটি।

Swami Vivekananda Birthday
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy