Advertisement
০১ মে ২০২৪

খুনের ‘সুপারি’ দেওয়ায় অভিযুক্ত নেতা ধৃত

দলের নেতাকে ‘সুপারি’ দিয়ে খুনের চেষ্টার অভিযোগে কালনার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সাদেক শেখকে গ্রেফতার করল পুলিশ। শনিবার বিকেলে কালনার সুলতানপুরে সাদেকের নিজের এলাকা থেকেই তাঁকে ধরে পুলিশ। শুক্রবারই কলকাতায় দলের বৈঠকে সাদেক ও তাঁর বিরুদ্ধে অভিযোগকারী নেতা সুকুর শেখকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে বলে তৃণমূল সূত্রের খবর। যদিও দুই নেতারই দাবি, তাঁরা এখনও এ ব্যাপারে দলের কোনও চিঠি পাননি।

বর্ধমানে দলের অফিসে বৈঠকে স্বপন দেবনাথ। নিজস্ব চিত্র।

বর্ধমানে দলের অফিসে বৈঠকে স্বপন দেবনাথ। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান ও কালনা শেষ আপডেট: ১২ জুলাই ২০১৫ ০০:৩৪
Share: Save:

দলের নেতাকে ‘সুপারি’ দিয়ে খুনের চেষ্টার অভিযোগে কালনার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সাদেক শেখকে গ্রেফতার করল পুলিশ। শনিবার বিকেলে কালনার সুলতানপুরে সাদেকের নিজের এলাকা থেকেই তাঁকে ধরে পুলিশ। শুক্রবারই কলকাতায় দলের বৈঠকে সাদেক ও তাঁর বিরুদ্ধে অভিযোগকারী নেতা সুকুর শেখকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে বলে তৃণমূল সূত্রের খবর। যদিও দুই নেতারই দাবি, তাঁরা এখনও এ ব্যাপারে দলের কোনও চিঠি পাননি।
সুলতানপুরের নেতা সাদেক কালনা ১ পঞ্চায়েত সমিতির ভূমি ও ভূমি সংস্কার কর্মাধ্যক্ষ। তিনি আবার সুলতানপুর অঞ্চল তৃণমূলের সভাপতিও ছিলেন। সুকুর সুলতানপুর পঞ্চায়েতের প্রধান। তৃণমূল সূত্রের খবর, আগে ভাল সম্পর্ক থাকলেও ২০১৩ সালে পঞ্চায়েত দখলের কিছু দিন পর থেকে তাঁদের মধ্যে গোলমাল শুরু হয়। বছর দেড়েক আগে সাদেকের অনুগামী জনা কয়েক পঞ্চায়েত সদস্য সুকুরের বিরুদ্ধে অনাস্থা আনেন। দলীয় হস্তক্ষেপে তা মিটে গেলেও সুকুর-সাদেকের মধ্যে তিক্ততা বাড়ে। দলের উচ্চ স্তরের নেতারা বারবার তাঁদের সঙ্গে বৈঠক করেও সমস্যা মেটাতে পারেননি।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি কালনা ১ ব্লক তৃণমূল সভাপতি উমাশঙ্কর সিংহরায় দুই নেতাকে নিয়ে আলোচনায় বসেন। সেখানে সমস্যা মেটা তো দূর, দু’জনের মধ্যে হাতাহাতি বেধে যায়। খণ্ডঘোষে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তৃণমূলের তিন জন খুন হওয়ার পরে শাসকদলের কোন্দল মেটাতে পুলিশ বিভিন্ন এলাকায় নেতাদের নিয়ে বৈঠক করে। কালনার বৈঠকে অন্য নেতাদের সঙ্গে সুকুর ও সাদেক, দু’জনেই ছিলেন। কিন্তু তার পরেও তাঁদের মধ্যে কোন্দল বন্ধ হয়নি।

বৃহস্পতিবার সুকুর অভিযোগ করেন, সাদেক তাঁকে খুনের চক্রান্ত করেছিলেন। সে জন্য ভিন্ জেলা থেকে ‘সুপারি’ দিয়ে লোক আনা হয়েছিল। সেই লোকেরা সুলতানপুরের বেলেডাঙা গ্রামে একটি বাড়িতে বোমা বাঁধার সময়ে একটি বোমা ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় দু’জন পালাতে গেলে এলাকাবাসী ধরে ফেলেন। পুলিশ তাদের গ্রেফতার করে। শুক্রবার সাদেক-সহ দশ জনের নামে অভিযোগ করেন সুকুর।

গোষ্ঠীদ্বন্দ্ব আটকাতে দলের বর্ধমানের নেতাদের শুক্রবার কলকাতায় ডেকে বৈঠক করেন তৃণমূলের এই জেলার পর্যবেক্ষক অরূপ বিশ্বাস। তৃণমূল সূত্রের খবর, সেই বৈঠকে সাদেক গিয়েছিলেন। সেখানেই দুই নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। যদিও এ দিন দুপুরে সাদেক বলেন, “আমি এখনও দলের তরফে বহিষ্কারের কোনও চিঠি পাইনি। চিঠি পেলে বেঁচে যাই।’’ খুনের সুপারি দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তাঁর দাবি, ‘‘আমি কখনও ওই ঘটনায় জড়িত ছিলাম না। মিথ্যে মামলায় ফাঁসানো হল আমাকে।’’ তিনি পাল্টা অভিযোগ করেন, শুক্রবার সুকুরের নেতৃত্বে তাঁর লোকজনকেই মারধর করা হয়েছে। সুকুর যদিও তা মানতে চাননি। তিনি দাবি করেন, যে গোলমাল হয়েছে তা পারিবারিক বিবাদের জেরে। দল থেকে বহিষ্কার প্রসঙ্গে তাঁরও বক্তব্য, ‘‘ওই ধরনের কোনও চিঠি এখনও পাইনি।’’

পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গ্রেফতার হওয়ায় শনিবার কালনায় রীতিমতো চাপানউতোর তৈরি হয় তৃণমূলে। দলের এক ব্লক স্তরের নেতার দাবি, ‘‘ওই দু’জনের মধ্যে দীর্ঘ দিন ধরে বিবাদ চলছিল। তা দলের জেলা সভাপতিকে জানানোও হয়েছিল। ঠিক সময়ে ব্যবস্থা নিলে হয়তো এই পরিস্থিতি তৈরি হত না।’’

তৃণমূল সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বৈঠক শেষে কালনা ফেরার পথে দলের জেলা সভাপতি (গ্রামীণ) স্বপন দেবনাথ কালনা ১ ও পূর্বস্থলী ১ ব্লকের নেতা-কর্মীদের নিয়ে হেমায়েতপুর মোড়ে দলের অফিসে বৈঠক করেন। তৃণমূলের একটি সূত্রের দাবি, সেখানে স্বপনবাবু কলকাতার সভায় জেলার কিছু নেতার আচরণে ‘অসম্মানিত ও মর্মাহত’ হয়েছেন জানিয়ে দলের পদ থেকে সরে দাঁড়াতে পারেন, এমন ইঙ্গিত দেন। যদিও তাঁর অনুগামীরা তাঁকে এ ধরনের সিদ্ধান্ত না নেওয়ার অনুরোধ জানান। তাঁরা নিজেদের এলাকায় গোলমাল মিটিয়ে নেওয়ার আশ্বাসও দেন স্বপনবাবুকে।

শনিবার স্বপনবাবু অবশ্য এ সব বিষয়ে কোনও কথা বলতে চাননি। সাদেকের গ্রেফতার প্রসঙ্গেও মন্তব্য করতে চাননি। এ দিন বিকেলে দলের বর্ধমান জেলা অফিসে সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ও বুধবার বর্ধমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভার প্রস্তুতি নিয়ে বৈঠক করেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Police Trinamool Bardhaman kalna Sutanpur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE