Advertisement
১০ মে ২০২৪

পাণ্ডবেশ্বরে বাসে ধাক্কা পুলকারের, রক্ষা পড়ুয়াদের

পড়ুয়াদের স্কুলে নিয়ে যাওয়ার সময়ে বাসে ধাক্কা দিল একটি গাড়ি। বৃহস্পতিবার সকালে পাণ্ডবেশ্বরের পোস্টঅফিস মোড়ে গাড়িতে থাকা জনা ছয়েক পড়ুয়া সামান্য জখম হয় বলে পুলিশ জানিয়েছে। বাস ও গাড়িটি পুলিশ আটক করেছে।

দুর্ঘটনাগ্রস্ত গাড়ি। —নিজস্ব চিত্র।

দুর্ঘটনাগ্রস্ত গাড়ি। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
পাণ্ডবেশ্বর শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৬ ০২:১১
Share: Save:

পড়ুয়াদের স্কুলে নিয়ে যাওয়ার সময়ে বাসে ধাক্কা দিল একটি গাড়ি। বৃহস্পতিবার সকালে পাণ্ডবেশ্বরের পোস্টঅফিস মোড়ে গাড়িতে থাকা জনা ছয়েক পড়ুয়া সামান্য জখম হয় বলে পুলিশ জানিয়েছে। বাস ও গাড়িটি পুলিশ আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গাড়িটি প্রতিদিন এগারো জন পড়ুয়াকে দুর্গাপুরের একটি স্কুলে আনা-নেওয়া করে। এ দিন সকালে ডিভিসি মোড় ও নিচুপাড়া থেকে মোট চার জন করে, ফুলবাগান মোড় ও পাণ্ডবেশ্বর থেকে এক জন করে পড়ুয়াকে তুলে এগোচ্ছিল গাড়িটি। পোস্টঅফিস মোড়ের কাছে চালক সংযোগকারী রাস্তা থেকে প্রধান রাস্তায় ওঠার জন্য বাঁক নেওয়ার সময়ে গৌরবাজার থেকে আসানসোলগামী একটি বাসের সামনে ধাক্কা দেয়। ঝাঁকুনিতে ভিতরে বসে থাকা পড়ুয়ারা অল্পবিস্তর চোট পায়।

অষ্টম শ্রেণির ছাত্রী, নিচুপাড়ার বাসিন্দা সুরঞ্জনা মণ্ডল ছিল ওই পুলকারে। সে বলে, “চোখের সামনে হঠাৎ বাসের সঙ্গে ধাক্কা দেখে কী করব বুঝে উঠতে পারিনি। ভিতরে এক জন অন্য জনের সঙ্গে ধাক্কা খাই। তবে কারও খুব বেশি আঘাত লাগেনি।’’ তার বাবা সুখেন্দু মণ্ডল বলেন, “বাড়ি থেকে এক কিলোমিটার দূরে দুর্ঘটনা ঘটেছে খবর পেয়ে দ্রুত পৌঁছনোর চেষ্টা করি। ঘটনাস্থলে গিয়ে দেখি পুলকার ও বাসের সামনের দিকে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।’’ তিনি জানান, খবর পেয়ে অভিভাবকেরা এসে ছেলেমেয়েদের প্রাথমিক চিকিৎসা করিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে যান।

অভিভাবকদের দাবি, শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজা দরকার। পুলিশ জানায়, পুলকার ও বাসটি আটক করা হয়েছে। তবে কেউ কোনও লিখিত অভিযোগ না করায় চালকদের গ্রেফতার করা হয়নি। পুলিশের প্রাথমিক অনুমান, নিয়মমাফিক দু’দিকে না দেখে পুলকারের চালক বাঁক নেওয়ার ফলেই দুর্ঘটনা ঘটেছে। বিডিও কৌশিক সমাদ্দার বলেন, ‘‘গাড়িটি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pandabeswar Pool car Accident
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE