আবার দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু)-তে যান চলাচল নিয়ন্ত্রণের কথা জানাল কলকাতা পুলিশ। আগামী রবিবার, ১৮ জানুয়ারি ভোর থেকে দুপুর পর্যন্ত— আট ঘণ্টা দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ রাখার কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সেতুর উপর দ্বিমুখী যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এই সময়ে যানবাহন চলাচলের বিকল্প ব্যবস্থা হিসেবে হাওড়া সেতু (রবীন্দ্র সেতু) ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে যাত্রীদের। দুপুর ১টার পর আবার দ্বিতীয় হুগলি সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
কেন সেতু বন্ধ রাখা হবে? কলকাতা পুলিশের বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। জানানো হয়েছে, রবিবার সেতুর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজ করা হবে। সেতুর সাসপেনশন কেবল এবং প্রয়োজনীয় সংস্কারের কাজ এই সময়ে সম্পন্ন হবে ওই সময়ে।
দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকার সময় বিকল্প কোন পথে গাড়ি যাতায়াত করবে, তারও হদিস দেওয়া হয়েছে।
জ়িরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড দিয়ে যে সমস্ত গা়ড়ি আসবে, সেগুলিকে টার্ফ ভিউ দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে ওই সমস্ত গা়ড়ি হাওড়া ব্রিজ ধরতে পারবে। হেস্টিংস ক্রসিং দিয়ে ডান দিকে ঘুরে কেপি রোডের দিকেও যাওয়া যাবে।
জেএন আইল্যান্ডের দিক থেকে কেপি রোড হয়ে যে সমস্ত গা়ড়ি আসবে, সেগুলিকে ১১ ফারলং গেট দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
সিজিআর রোড দিয়ে খিদিরপুরের দিক থেকে আসা গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে হেস্টিংস ক্রসিং দিয়ে বাঁ দিকে।
কেপি রোডের সমস্ত গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে ওয়াই পয়েন্ট দিয়ে ১১ ফার্লং গেটের দিকে। সেখান থেকে রেড রোড ধরে হাওড়া ব্রিজে যাওয়া যাবে।
আরও পড়ুন:
দ্বিতীয় হুগলি সেতু হুগলি রিভার ব্রিজেস কমিশনার্স (এইচআরবিসি)-এর অধীনে রক্ষণাবেক্ষণ হয়। পশ্চিমবঙ্গ সরকারের এই স্বশাসিত সংস্থা ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়, মূলত হুগলি নদীর উপর সেতু নির্মাণ ও তার রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে। বর্তমানে এইচআরবিসি সেতুটির রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের দায়িত্ব পালন করছে।