Advertisement
১৮ মে ২০২৪
BJP

প্রাক্তন সভাপতিকে চাই, দাবি পোস্টারে

জেলা বিজেপির একটি সূত্রের দাবি, নানা কারণে দলের বর্তমান জেলা নেতৃত্বের প্রতি রাজ্য নেতৃত্ব পুরোপুরি সন্তুষ্ট নন। পঞ্চায়েত ভোটের আগে রদবদলের সম্ভাবনাও রয়েছে বলে দলীয় নেতৃত্বের একাংশের ধারণা।

পড়েছে এই পোস্টার। নিজস্ব চিত্র

পড়েছে এই পোস্টার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২ ০৮:৩৮
Share: Save:

বিজেপির প্রাক্তন জেলা সভাপতিকে ফের সেই পদে চেয়ে পোস্টার পড়ল বর্ধমান শহরে। জেলা প্রশাসনিক ভবন চত্বরে রবিবার সকালে ‘বিজেপি জেলা কার্যকর্তাবৃন্দ’ নামাঙ্কিত এই পোস্টার দেখা যায়। পোস্টারে বিজেপির প্রাক্তন বর্ধমান সদর সাংগঠনিক জেলা সভাপতি সন্দীপ নন্দীর ছবি দিয়ে লেখা হয়েছে, ‘দাদা আমরা তোমাকেই বর্ধমান জেলা বিজেপির সভাপতি চাই’। নবান্ন অভিযানের আগে এই ধরনের পোস্টারে অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব। এর পিছনে দ্বন্দ্বের ছায়াও দেখছেন দলের একাংশ। তবে বর্তমান জেলা সভাপতি অভিজিৎ তা বা প্রাক্তন সভাপতি সন্দীপের দাবি, এটি তৃণমূলের ‘চক্রান্ত’।

বিজেপি সূত্রের দাবি, বর্ধমান সদরে দলের অন্দরে দ্বন্দ্ব নতুন নয়। বর্তমান জেলা কমিটির অনেকের সঙ্গে সহযোগী নানা সংগঠনেরও ‘দ্বন্দ্ব’ রয়েছে। তার জেরে বর্তমান সভাপতির নামে মেমারি থানায় অভিযোগ হয়েছে বলে দাবি। বিধানসভা ভোটের আগে বর্ধমানে দফতরে ভাঙচুর, গাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটে। কমিটি গঠন করে কয়েক জনের বিরুদ্ধে ব্যবস্থা নেন নেতৃত্ব। পরে সন্দীপের জায়গায় অভিজিতকে সভাপতি করা হয়। তার পরেও, জেলা কমিটিতে পুরনোদের ‘নিষ্ক্রিয়’ করা, জেলা কার্যালয়ে সঙ্ঘের এক কার্যকর্তাকে মারধরের মতো অভিযোগ উঠেছে। অভিযুক্ত প্রাক্তন যুব নেতার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি, সে প্রশ্নও উঠেছে। বিভিন্ন পদাধিকারীর নামে জাল সই করে রাজ্য নেতৃত্বের কাছে বর্তমান সভাপতির বিরুদ্ধে চিঠি পাঠানোর ‘ষড়যন্ত্রের’ পিছনেও ওই নেতা রয়েছেন বলে দাবি দল সূত্রের।

জেলা বিজেপির একটি সূত্রের দাবি, নানা কারণে দলের বর্তমান জেলা নেতৃত্বের প্রতি রাজ্য নেতৃত্ব পুরোপুরি সন্তুষ্ট নন। পঞ্চায়েত ভোটের আগে রদবদলের সম্ভাবনাও রয়েছে বলে দলীয় নেতৃত্বের একাংশের ধারণা। এই পরিস্থিতিতে প্রাক্তন জেলা সভাপতিকে পদে ফেরানোর দাবিতে পোস্টার পড়ার কারণ নিয়ে জল্পনা শুরু হয়েছে দলে। বিজেপির রাজ্য স্তরের এক নেতার দাবি, ‘‘নবান্ন অভিযানের পরে পর্যবেক্ষণ কমিটি গড়ে জেলায় পাঠানো হতে পারে।’’

প্রাক্তন জেলা সভাপতি সন্দীপের দাবি, “যাঁরা দলের গঠনতন্ত্র জানেন বা যাঁরা আমাকে ভালবাসেন, তাঁরা এটা করবেন না। নবান্ন অভিযানের আগে নিচুতলার কর্মীদের বিভ্রান্ত করতে এটা তৃণমূলের চক্রান্ত হতে পারে।’’ বর্তমান জেলা সভাপতি অভিজিতেরও বক্তব্য, “এক দিকে বিজেপির উত্থান, অন্য দিকে নবান্ন অভিযান ব্যর্থ করতে তৃণমূল নোংরা খেলায় নেমেছে।’’

জেলা তৃণমূল মুখপাত্র প্রসেনজিৎ দাসের পাল্টা দাবি, “বিজেপি দলটাই দ্বন্দ্বে ভরা। ওদের গোষ্ঠীদ্বন্দ্বে বর্ধমান শহরের কী অবস্থা হয়েছিল, মানুষ দেখেছেন। এই পোস্টার তারই অঙ্গ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Bardhaman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE