Advertisement
১৯ এপ্রিল ২০২৪

প্রসূতির মৃত্যুতে অশান্তি রানিগঞ্জে

প্রসবের ঘণ্টা দুয়েকের মাথায় মায়ের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে নার্সিংহোমে বিক্ষোভ দেখালেন পরিজনেরা। অভিযোগ, চেম্বারে গিয়ে মারধরও করা হয় চিকিৎসককেও। সোমবার রানিগঞ্জের সিহারশোল লাগোয়া একটি নার্সিংহোমের ঘটনা।

নিজস্ব সংবাদদাতা
রানিগঞ্জ শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৬ ০১:১৩
Share: Save:

প্রসবের ঘণ্টা দুয়েকের মাথায় মায়ের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে নার্সিংহোমে বিক্ষোভ দেখালেন পরিজনেরা। অভিযোগ, চেম্বারে গিয়ে মারধরও করা হয় চিকিৎসককেও। সোমবার রানিগঞ্জের সিহারশোল লাগোয়া একটি নার্সিংহোমের ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বেলা ৭টা নাগাদ ঝাড়খণ্ডের সুখজোড়া রঘুনাথপুর এলাকার বাসিন্দা আজিমা বিবি (২৮) নামে ওই প্রসূতিকে নার্সিংহোমে ভর্তি করেন বাড়ির লোকজন। ঘণ্টাখানেক বাদে তিনি একটি শিশুপুত্রের জন্ম দেন। পরিবারের লোকজনের অভিযোগ, আচমকা আজিমার শারীরিক অবস্থার অবনতি হয়। ওই বধূকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করানো হয়। মৃতার পরিবারের সদস্যদের দাবি, হাসপাতালের চিকিৎসকেরা জানান, আগেই মৃত্যু হয়েছে আজিমার। যদিও নার্সিংহোম কর্তৃপক্ষ তা মানতে চাননি। মৃত্যুর পরেই নার্সিংহোমে বিক্ষোভ শুরু করেন পরিজনেরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আজিমার চিকিৎসার দায়িত্বে ছিলেন সুনীল পাল। অভিযোগ, নার্সিংহোমে বিক্ষোভ দেখিয়ে অন্ডালের হরিপুরে সুনীলবাবুর চেম্বারে গিয়ে তাঁকে মারধর করেন মৃতার বাড়ির লোকজন। সুনীলবাবুকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসাপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার রাত পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের না হওয়ায় কাউকে গ্রেফতার করা হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pregnant Woman Death Unrest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE