‘ফি’ নিয়ে সোমবার পশ্চিম বর্ধমান জেলার চারটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভের জেরে যানজট হয় আসানসোলের একটি স্কুলের সামনে এসবি গড়াই রোডে। নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি হয় কুলটির স্কুলে। পরে প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষের আশ্বাসে সব স্কুলেই বিক্ষোভ ওঠে।
স্কুলের ‘টিউশন ফি’ বাড়ানোর পাশাপাশি, উন্নয়নমূলক কাজ, ‘স্মার্টক্লাস’, কম্পিউটার, ল্যাবরেটরি, জল ও বিদ্যুতের খরচ জুড়ে দিয়ে বিপুল অঙ্কের টাকা চাওয়া হয়েছে বলে অভিযোগ কুলটির কুলতোড়ার ওই স্কুলের অভিভাবকদের। তাঁরা জানান, গত সপ্তাহে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। তার প্রতিবাদে এ দিন সকালে তাঁরা স্কুলের গেটে জড়ো হন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিভাবকেরা স্কুলের ভিতরে ঢুকতে চাইলে নিরাপত্তারক্ষীরা বাধা দেন। তখন দু’পক্ষের মধ্যে ‘ধস্তাধস্তি’ হয়। অভিভাবকেরা এক প্রকার গেট ঠেলেই ভিতরে ঢুকে পড়েন। কয়েকশো অভিভাবক স্কুল পরিচালন সমিতির চেয়ারম্যানের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান। অভিভাবকদের একাংশের ক্ষোভ, ‘‘স্কুল চলছে না। অথচ, কম্পিউটার ল্যাব, স্মার্টক্লাস, জল ও বিদ্যুতের খরচ চেয়েছেন স্কুল কর্তৃপক্ষ। আমরা এই বর্ধিত টাকা দেব না।’’ বর্ধিত ‘ফি’ না দিলে পড়ুয়াদের স্কুল ছাড়িয়ে নিতে স্কুল কর্তৃপক্ষ তাঁদের পরামর্শও দিয়েছেন বলেও অভিযোগ। প্রায় চার ঘণ্টা বিক্ষোভ চলে।