Advertisement
২৫ এপ্রিল ২০২৪

স্কুল বন্ধ রাখা নিয়ে ক্ষোভ, চাপানউতোর

কোনও বিঞ্জপ্তি ছাড়াই স্কুল খোলা হয়নি বুধবার। বন্ধ ছিল মিড-ডে-মিল। এর প্রতিবাদে জামুড়িয়ার বনমালিপুর প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার ঘণ্টাখানেক বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা। অভিভাবকেরা জানান, বুধবার পড়ুয়ারা দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও স্কুল না খোলায় ফিরে যায়। তারই প্রতিবাদে এ দিনের বিক্ষোভ। স্কুলের প্রধান শিক্ষিকা অপর্ণা সাউ জানান, সে দিন প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান ডাকায় তিনি এক শিক্ষিকাকে সঙ্গে নিয়ে দেখা করতে গিয়েছিলেন।

নিজস্ব সংবাদদাতা
জামুড়িয়া শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৫ ০১:৩৮
Share: Save:

কোনও বিঞ্জপ্তি ছাড়াই স্কুল খোলা হয়নি বুধবার। বন্ধ ছিল মিড-ডে-মিল। এর প্রতিবাদে জামুড়িয়ার বনমালিপুর প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার ঘণ্টাখানেক বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা।

অভিভাবকেরা জানান, বুধবার পড়ুয়ারা দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও স্কুল না খোলায় ফিরে যায়। তারই প্রতিবাদে এ দিনের বিক্ষোভ। স্কুলের প্রধান শিক্ষিকা অপর্ণা সাউ জানান, সে দিন প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান ডাকায় তিনি এক শিক্ষিকাকে সঙ্গে নিয়ে দেখা করতে গিয়েছিলেন। স্কুলের বাকি সাত শিক্ষিকার মধ্যে চার জন প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন। বাকিদের মধ্যে দু’জন না আসায় স্কুল খোলা যায়নি।

এই ঘটনা নিয়ে আবার এলাকার তৃণমূল নেতা লক্ষ্মীকান্ত মুখোপাধ্যায় ও তাঁর অনুগামীদের দিকে আঙুল তুলেছেন প্রধান শিক্ষিকা অপর্ণাদেবী। তিনি অভিযোগ করেন, স্কুলের নানা নির্মাণকাজের বরাত আদায়ের জন্য নানা অজুহাতে তাঁকে হেনস্থা করা হচ্ছে। অপর্ণাদেবী নিজে তৃণমূলের জেলা (শিল্পাঞ্চল) কমিটির সদস্য। তাঁর অভিযোগ, ‘‘লক্ষীকান্তবাবুর অনুগামীরা মাস তিনেক আগে স্কুল পরিচালন কমিটির বৈঠকে ডাকা হয়নি দাবি করে সভাকক্ষে ঢুকে বিশৃঙ্খলা তৈরা করেছিল। এলাকার লোকজনের বাধায় তখন তারা ফিরে যায়। এর পরে লক্ষীকান্তবাবু স্কুলের একটি শৌচাগার তৈরির নামে ১০ হাজার টাকা নিয়েও কোনও কাজ করেননি। আবার সর্বশিক্ষা অভিযান তহবিলের টাকায় নানা কাজ হবে জানতে পেরে বরাত পেতে চাপ সৃষ্টির চেষ্টা করছেন।’’ তাঁর দাবি, শিক্ষিকাদের ভুল বোঝাবুঝির জেরে স্কুল না খোলার বিষয়টি নিয়ে অযথা অশান্তি তৈরির চেষ্টা হচ্ছে। তিনি জানান, পুরো বিষয়টি স্কুল পরিদর্শককে জানানো হয়েছে।

লক্ষ্মীকান্তবাবু অবশ্য অভিযোগ উড়িয়ে দাবি করেন, ‘‘পড়ুয়ারা হয়রান হওয়ায় বাসিন্দারা বিক্ষোভ দেখিয়েছেন। এর সঙ্গে অন্য কোনও কিছুর যোগ নেই।’’ তাঁর পাল্টা প্রশ্ন, ‘‘আমার নামে এত অভিযোগ থাকলে প্রধান শিক্ষিকা প্রশাসনের কাছে জানাননি কেন?’’ জামুড়িয়ার স্কুল পরিদর্শক চিন্ময় হাজরা বলেন, ‘‘আমাকে প্রধান শিক্ষিকা ফোনে বিষয়টি জানিয়েছেন। খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE