Advertisement
০৪ মে ২০২৪

পার্ক-নদীতে জমল ভিড়, নতুন বছরে মুখে হাসি ব্যবসায়ীদের

ইংরেজি বছরের প্রথম দিন, তার উপরে রবিবার। এই দুই মিলিয়ে দুর্গাপুর জুড়ে দেখা গেল ছুটির মেজাজ। পার্ক থেকে রেস্তোরাঁ, ব্যারাজ, নদীর তীরে ভিড় জমালেন শহরবাসী।

রানিগঞ্জে দামোদরের মেজিয়া ঘাটে পিকনিকের আসর। রবিবার ওমপ্রকাশ সিংহের তোলা ছবি।

রানিগঞ্জে দামোদরের মেজিয়া ঘাটে পিকনিকের আসর। রবিবার ওমপ্রকাশ সিংহের তোলা ছবি।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৭ ০০:০০
Share: Save:

ইংরেজি বছরের প্রথম দিন, তার উপরে রবিবার। এই দুই মিলিয়ে দুর্গাপুর জুড়ে দেখা গেল ছুটির মেজাজ। পার্ক থেকে রেস্তোরাঁ, ব্যারাজ, নদীর তীরে ভিড় জমালেন শহরবাসী। খাওয়াদাওয়ার পাশাপাশি চলল ছোটদের খেলাধুলো, হুল্লোড়। ব্যবসার হাল কিছুটা ফেরায় হাসি ফিরল শহরের বিভিন্ন ব্যবসায়ীদের মুখে।

নোটের চোটের জেরে এ বার বড়দিন থেকে তেমন ব্যবসা হয়নি বলে আক্ষেপ ছিল শহরের ব্যবসায়ীদের। নতুন বছরের শুরুর দিনটা কেমন হবে, সেই নিয়েও বিস্তর চিন্তা ছিল তাঁদের। তবে শনিবার রাত থেকেই উৎসব শুরু হয়ে গিয়েছিল শহরের বেশ কিছু জায়গায়। আয়োজন করা হয়েছিল বর্ষবরণ অনুষ্ঠানের। আনন্দে সামিল হতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। সেই উৎসবের রেশ ধরে রবিবার সকাল থেকেই শহরের বিভিন্ন পার্কে পিকনিক করতে আসা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এ দিন সিটি সেন্টারের একটি পার্কে তিলধারণের জায়গা ছিল না। এই পার্কে বছর শেষের রাতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পার্ক কর্তৃপক্ষ জানান, রাতের অনুষ্ঠানে ভাল ভিড় হয়েছিল। এ দিন সকাল থেকেই পিকনিক করতে বহু মানুষ গাড়ি নিয়ে পার্কে আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফাঁকা যায়গা প্রায় ছিল না। জায়গা না পেয়ে অনেককে ফিরেও যেতে হয়েছে। আশপাশে জায়গা খুঁজে আয়োজন করতে হয়েছে পিকনিকের। পার্কের ম্যানেজার রবিন চট্টরাজ জানান, পার্কে পিকনিকের করতে যেমন বহু মানুষ এসেছিলেন, তেমন অনেকে ঘুরতেও ভিড় জমিয়েছিলেন। পার্কের পাশাপাশি দুর্গাপুর ব্যারাজেও এ দিন ভিড় ছিল চোখে পড়ার মতো। পিকনিকের পাশাপাশি নৌকায় ঘুরে বেড়ানো, বন্ধু, পরিবার নিয়ে ছুটির দিন কাটাতে এসেছিলেন অনেকে।

নিষেধ সত্ত্বেও দুর্গাপুর ব্যারাজে ঝুঁকির লাফ-ঝাঁপ। —বিকাশ মশান

পার্ক, ব্যারাজের পাশাপাশি এ দিন শহরের বিভিন্ন শপিংমলেও প্রচুর মানুষ ভিড় জমান। তাতে বছরের প্রথম দিনে হাসি ফুটেছে শপিংমলের ব্যবসায়ীরা। এ দিন বেশ ভাল বিক্রিবাটা হয়েছে বলে জানান তাঁরা। পাশাপাশি ভাল বিক্রি হয়েছে বিভিন্ন পার্ক, শপিংমলের আশপাশে থাকা দোকানগুলিতেও। তরুণ দে, মনসারাম সাউরা জানান, বড়দিন থেকে এ বার তেমন বিক্রিবাটা ছিল না। তবে নতুন বছরের প্রথম দিন ব্যবসার হাল কিছুটা ফিরেছে। বর্ষবরণের রাতে এবং রবিবার শহরে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ জানায়, দু’একটি জায়গায় ঝামেলা হলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা গিয়েছে। কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

New Year Picnic
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE