Advertisement
০৪ জুন ২০২৪
ইউআইটি

ছাত্রাবাসে ডেকে মারধরের নালিশ

এক সিনিয়র দিদিকে উত্ত্যক্ত করছিল তাঁরই সহপাঠীরা। তা দেখে দ্বিতীয় বর্ষের কয়েক জন পড়ুয়া কলেজের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বা ওএসডি-র কাছে অভিযোগ করেছিলেন। সেই ক্ষোভে ছাত্রাবাসে ডেকে অভিযুক্তেরা তাঁদের মারধর করেছে বলে অভিযোগ জানালেন দ্বিতীয় বর্ষের পড়ুয়ারা।

থানায় প্রহৃত পড়ুয়ারা। নিজস্ব চিত্র।

থানায় প্রহৃত পড়ুয়ারা। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৬ ০০:১৪
Share: Save:

এক সিনিয়র দিদিকে উত্ত্যক্ত করছিল তাঁরই সহপাঠীরা। তা দেখে দ্বিতীয় বর্ষের কয়েক জন পড়ুয়া কলেজের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বা ওএসডি-র কাছে অভিযোগ করেছিলেন। সেই ক্ষোভে ছাত্রাবাসে ডেকে অভিযুক্তেরা তাঁদের মারধর করেছে বলে অভিযোগ জানালেন দ্বিতীয় বর্ষের পড়ুয়ারা।

রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ইউনিভার্সিটি ইনস্টিটিউট অব টেকনোলজি (ইউআইটি)-র ক্যাম্পাসে। পড়ুয়াদের দাবি, তাঁরা পাঁচ জন জখম হয়েছেন। ওই রাতেই বর্ধমান থানায় বিভিন্ন বিভাগের ৯ জন পড়ুয়ার নামে এফআইআর করেন ইলেকট্রনিক্সের দ্বিতীয় বিভাগের এক পড়ুয়া। লিখিত অভিযোগে তাঁর দাবি, ‘‘বৃহস্পতিবার আমরা কয়েক জন বন্ধু মিলে কলেজের এক দিদিকে উত্ত্যক্ত করা হচ্ছে বলে ওএসডির কাছে অভিযোগ করি। ওই দিদিও লিখিত ভাবে অভিযোগ জমা দেয়।”

ইউআইটি-র অধ্যক্ষ অপূর্ব ঘোষ বলেন, ‘‘দু’দল ছাত্রের মধ্যে ওই ঘটনা। অভিযোগকারীর বক্তব্য শোনা হয়েছে। অভিযুক্তদের নোটিস পাঠিয়ে আজ, মঙ্গলবার ডাকা হয়েছে।’’ বর্ধমান থানা সূত্রে জানানো হয়েছে, রবিবার রাতে হামলার খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। বর্ধমানের আইসি শান্তনু মিত্র জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তরা পলাতক।

লোকসভা নির্বাচন ২০২৪ সরাসরি: কার দখলে ‘দিল্লিবাড়ি’?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hostel Student
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE