Advertisement
E-Paper

ক্লোজ কোস্টাল থানার ওসি

ক্লোজ করা হল মন্দারমণির ওসি পার্থ বিশ্বাসকে। মঙ্গলবার ওসি পার্থবাবুকে জেলা পুলিশ লাইনে বদলির নির্দেশ দেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অলোক রাজোরিয়া। মন্দারমণি থানার ওসি’র দায়িত্ব দেওয়া হয়েছে রামনগর থানার সাব-ইনস্পেক্টর রাজকুমার দেবনাথকে। পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ‘‘দফতরের নিয়মভঙ্গের কারণে মন্দারমণি কোস্টাল থানার ওসিকে বদলি করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৬ ০০:০০

ক্লোজ করা হল মন্দারমণির ওসি পার্থ বিশ্বাসকে। মঙ্গলবার ওসি পার্থবাবুকে জেলা পুলিশ লাইনে বদলির নির্দেশ দেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অলোক রাজোরিয়া। মন্দারমণি থানার ওসি’র দায়িত্ব দেওয়া হয়েছে রামনগর থানার সাব-ইনস্পেক্টর রাজকুমার দেবনাথকে। পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ‘‘দফতরের নিয়মভঙ্গের কারণে মন্দারমণি কোস্টাল থানার ওসিকে বদলি করা হয়েছে। রামনগর থানার সাব-ইনস্পেক্টর রাজকুমার দেবনাথকে ওসি’র দায়িত্ব দেওয়া হয়েছে।’’

মাস কয়েক আগে মন্দারমণির সৈকতে বেআইনিভাবে গাড়ি নিয়ে তীব্র গতিতে যাওয়ার সময় দুর্ঘটনায় তিন পর্যটকের মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনায় পুলিশের গাফিলতির জেরে মন্দারমণি কোস্টাল থানার তৎকালীন ওসিকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছিল। মাস কয়েকের মধ্যে ফের মন্দারমণির ওসিকে ক্লোজ
করা হল। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, মন্দারমণির সৈকতের ধারে বেআইনিভাবে হোটেল নির্মাণ করার বিষয়ে অভিযোগ উঠেছিল। বেআইনি নির্মাণ বন্ধ করার জন্য স্থানীয় পুলিশ-প্রশাসনের তরফে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে একটি মহল থেকে অভিযোগ যায় জেলা প্রশাসন ও পুলিশের কাছে। আগামী ২০ ডিসেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে এসে দিঘায় প্রশাসনিক বৈঠক করবেন বলে ঠিক হয়েছে। মুখ্যমন্ত্রীর সফর নিয়ে সোমবার দিঘায় প্রস্তুতি বৈঠক করেন পুলিশ সুপার, জেলাশাসক রশ্মি কমল, আইজি (পশ্চিমাঞ্চল) রাজীব মিশ্র প্রমুখ। এ দিন জেলাশাসক ও পুলিশ সুপার মন্দারমণি সৈকতেও পরিদর্শনে যান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মন্দারমণি সৈকত পরিদর্শনে গিয়ে সেখানে এখনও বেশ কিছু হোটেল নির্মাণের কাজ চলতে দেখে জেলাশাসক ও পুলিশ সুপার খোঁজ নিয়ে জানতে পারেন, সৈকতের ধারে বেআইনিভাবে ওই হোটেল নির্মাণ চলছে। এরপরেই জেলাশাসক ওইসব বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার নির্দেশ দেন। এই ঘটনায় স্থানীয় থানার পুলিশের গাফিলতির কারণেই মন্দারমণি কোস্টাল থানার ওসি’কে বদলি করা হয়েছে বলে পুলিশের এক
সূত্রে খবর।

মঙ্গলবার ভোর থেকে অবৈধ হোটেল ভাঙার কাজ শুরু হয়। ভাঙা শুরু হতেই স্থানীয়দের একাংশ মন্দারমণি থানার সামনে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ, বেআইনিভাবে হোটেলগুলি তৈরির সময় প্রশাসনের পক্ষ থেকে কোনও বাধা দেওয়া হয়নি। হোটেলগুলির উপর স্থানীয় বেশ কয়েকজন নির্ভরশীল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রামনগর, দিঘা থেকে বাড়তি পুলিশবাহিনী মন্দারমণিতে নিয়ে যাওয়া হয়।

Partha Biswas OC Coastal Police Station
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy