Advertisement
০৪ মে ২০২৪

মুখোমুখি ধাক্কা দুই বাইকের, মৃত তিন

দু’টি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল তিন জনের। বুধবার রাতে দুর্গাপুরের ইস্পাত কলোনির কাছে দুর্ঘটনাটি ঘটে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ২৯ জুন ২০১৮ ০০:০০
Share: Save:

দু’টি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল তিন জনের। বুধবার রাতে দুর্গাপুরের ইস্পাত কলোনির কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, একটি বাইকে ছিলেন শোভাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পড়ুয়া ইন্দ্রনীল চট্টোপাধ্যায় (২৩) ও মধুরিমা মিশ্র (২১)। অন্য বাইকটিতে ছিলেন ডিএসপি টাউনশিপের বি-জোনের বঙ্কিম অ্যাভিনিউয়ের বাসিন্দা সন্দীপ বন্দ্যোপাধ্যায় (৩০)। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সন্দীপের মাথায় হেলমেট থাকলেও মেডিক্যালের দুই পড়ুয়ার মাথায় তা ছিল না।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জওহরলাল নেহেরু রোড থেকে দুর্গাপুর সরকারি কলেজের পাশ দিয়ে আইকিউ সিটির দিকে যাওয়া রাস্তায় রাত সাড়ে ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানান, রাতে বৃষ্টি পড়ছিল। তীব্র গতিতে মোটরবাইকে করে মেডিক্যাল কলেজে যাচ্ছিলেন দুই পড়ুয়া। বৃষ্টির জন্য সামান্য দূরেও কিছু দেখা যাচ্ছিল না। সেই সময়ে দু’দিক থেকে সন্দীপ ও ইন্দ্রনীলেরা মোটরবাইকে যাচ্ছিলেন।

পুলিশের অনুমান, হঠাৎ সামনে মোটরবাইক চলে আসায় সম্ভবত নিয়ন্ত্রণ হারান ইন্দ্রনীল। তাঁর বাইকটি ধাক্কা মারে সন্দীপের বাইকে। তিন জনই রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যান। স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে নিউটাউনশিপ থানার পুলিশ পৌঁছয়। তিন জনকেই শোভাপুরের ওই হাসপাতালে পাঠানো হলে তিন জনকেই মৃত ঘোষণা করা হয়।

পুলিশ জানায়, ইন্দ্রনীল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের বাসিন্দা। সেপকো টাউনশিপে ভাড়া থাকতেন। মধুরিমার বাড়ি বীরভূমের দুবরাজপুরে। তিনি থাকতেন ডিএসপি টাউনশিপের হস্টেল অ্যাভিনিউয়ে। দু’জনেই মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষে পড়তেন। সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে কলেজের একটি অনুষ্ঠান শেষে ফিরছিলেন তাঁরা। বেসরকারি কার্বন কারখানার কর্মী সন্দীপ রাতের ডিউটিতে যাচ্ছিলেন। সেই সময়েই দুর্ঘটনা ঘটে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bike Accident Collision Injured Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE