Advertisement
১৭ মে ২০২৪

জাতীয় সড়কে টোটোয় আট, মৃত মহিলা

একে জাতীয় সড়কে টোটো। তাতে সওয়ারি আট!ফল যা হওয়ার তাই। ট্রাক্টরের ধাক্কায় টোটো উল্টে মৃত্যু এক মহিলার। জখম আরও পাঁচ।দু’দিন আগেই মোটরবাইক থেকে পড়ে যাওয়া মা-মেয়েকে পিষে দিয়েছিল পাথরবোঝাই ট্রাক।

ধৃত টোটো চালক। নিজস্ব চিত্র

ধৃত টোটো চালক। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
গুসকরা শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৭ ০০:০০
Share: Save:

একে জাতীয় সড়কে টোটো। তাতে সওয়ারি আট!

ফল যা হওয়ার তাই। ট্রাক্টরের ধাক্কায় টোটো উল্টে মৃত্যু এক মহিলার। জখম আরও পাঁচ।

দু’দিন আগেই মোটরবাইক থেকে পড়ে যাওয়া মা-মেয়েকে পিষে দিয়েছিল পাথরবোঝাই ট্রাক। সেই রেশ কাটতে না কাটতেই ফের মঙ্গলবার বিকেলে গুসকরার কাছে ২বি জাতীয় সড়কের উপর দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা।

শনিবার দুর্ঘটনার পরে পুলিশের নজরদারির অভাব, জাতীয় সড়কে নিয়ম না মেনে গাড়ি চলার যে অভিযোগ উঠেছিল ,এ দিন তা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। সঙ্গে উঠে আসে নিষেধ উড়িয়ে জাতীয় সড়ক ধরে টোটো চলা। পুলিশ অবশ্য দাবি করেছে, যান নিয়ন্ত্রণে পর্যাপ্ত বাহিনি আছে। প্রয়োজনে নজরদারি আরও বাড়ানো হবে।

আরও পড়ুন: দোলের রাস্তায় গতির ধুম

ঘটনার পরে আজ, বুধবার তড়িঘড়ি হিমঘর মালিক ও পুলিশ কর্তাদের নিয়ে বৈঠক ডেকেছেন আউশগ্রামের বিডিও চিত্তজিৎ বসু। তাঁর দাবি, যানবাহন চলাচলে রাশ টানাটাই চ্যালেঞ্জ এখন। সঙ্গে জাতীয় সড়ক ধরে টোটো চলছে কী ভাবে, সে বিষয়েও নজরদারি চালানো হবে বলে তাঁর দাবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Toto Accident Overturn
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE