Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ক্ষতিপূরণ নিয়ে বিক্ষোভে প্রহৃত নেতা, অভিযোগ

ক্ষতিপূরণের দাবি ও ত্রাণে অনিয়মের অভিযোগ জানাতে গিয়ে তৃণমূল পরিচালিত আউশগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মৃণাল রায়ের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন স্থানীয় বাসিন্দারা। বুধবারের ওই বাসিন্দাদের একাংশ মৃণালবাবুকে মারধর করেন বলেও অভিযোগ। তাঁকে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৫ ০২:০৪
Share: Save:

ক্ষতিপূরণের দাবি ও ত্রাণে অনিয়মের অভিযোগ জানাতে গিয়ে তৃণমূল পরিচালিত আউশগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মৃণাল রায়ের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন স্থানীয় বাসিন্দারা। বুধবারের ওই বাসিন্দাদের একাংশ মৃণালবাবুকে মারধর করেন বলেও অভিযোগ। তাঁকে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে আউশগ্রামের এক দল বাসিন্দা ক্ষতিপূরণের দাবি নিয়ে ব্লক দফতরে হাজির হন। বিক্ষোভকারীদের অভিযোগ, টানা বৃষ্টি ও নদী উপচে আসা জলে চাষে ক্ষতি তো হয়েইছে, পাশাপাশি নষ্ট হয়েছে বিভিন্ন পশু খামারও। মৃণালবাবুর কাছে এ নিয়েই অভাব-অভিযোগ জানাতে থাকেন তাঁরা। কথাবার্তার মধ্যেই আচমকা এক দল বাসিন্দা মৃণালবাবুর উপর চড়াও হন বলে অভিযোগ। পরে আউশগ্রাম ফাঁড়ি থেকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মৃণালবাবু অবশ্য মারধরের কথা স্বীকার করেননি। তিনি শুধু বলেন, ‘‘স্থানীয় বাসিন্দাদের অনেকে এসে আর্থিক ক্ষতিপূরণ চাইছিলেন। আচমকা তাঁদের মধ্যে একদল লোক উত্তেজিত হয়ে পড়েন।’’

দিন কয়েক ধরেই বানভাসি জেলাগুলিতে ত্রাণ নিয়ে ক্ষোভ চলছেই। শাসক দলের অন্দর থেকেও কোথাও কোথাও ক্ষোভ উঠে আসছে। মঙ্গলবারই নদিয়ায় চাঁদামারি বাজারে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সামনে কল্যাণীর তৃণমূল বিধায়ক রমেন্দ্রনাথ বিশ্বাসকে রীতিমতো ধাক্কাধাক্কি করেন দলীয় নেতা-কর্মীদের একাংশ। দক্ষিণ ২৪ পরগনার মৌসুনি দ্বীপের ত্রাণ শিবিরে গিয়েও বানভাসি মানুষের অসন্তোষের মুখে পড়েন নামখানার তৃণমূল বিধায়ক বঙ্কিম হাজরা। এ দিন আউশগ্রামেও ছড়িয়ে পড়ল তার রেশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE