Advertisement
২১ মে ২০২৪

মেডিক্যালে সফল শিশুর টিউমার অস্ত্রোপচার

পাঁচ বছরের শিশুর গলা থেকে প্রায় দেড় কিলোগ্রাম ওজনের টিউমার বাদ দিয়ে সফল অস্ত্রোপচার করলেন বর্ধমান মেডিক্যাল কলেজের ইএনটি বিভাগের চিকিৎসকেরা। ওই বিভাগের প্রধান দেবাশিস বর্মনের দাবি, “অস্ত্রপোচারটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। এত বড় আকৃতির টিউমরের অস্ত্রপোচার এখানে আগে হয়নি। শিশুটি ভাল আছে।”

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৬ ০০:১৭
Share: Save:

পাঁচ বছরের শিশুর গলা থেকে প্রায় দেড় কিলোগ্রাম ওজনের টিউমার বাদ দিয়ে সফল অস্ত্রোপচার করলেন বর্ধমান মেডিক্যাল কলেজের ইএনটি বিভাগের চিকিৎসকেরা। ওই বিভাগের প্রধান দেবাশিস বর্মনের দাবি, “অস্ত্রপোচারটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। এত বড় আকৃতির টিউমরের অস্ত্রপোচার এখানে আগে হয়নি। শিশুটি ভাল আছে।”

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বীরভূমের সাঁইথিয়া থানার হরিজনপল্লিতে শিশুটির বাড়ি। বাবা সুখেন দাস দিনমজুর। পরিবারের দাবি, ছোট ছেলের গলায় মাস পাঁচেক আগে ছোট ফুসকুরি মতো হয়। পরে তা বাড়তে থাকে। তার সঙ্গে খেতে না পারা, দুর্বল লাগার মতো শারীরিক সমস্যাও দেখা দেয়। প্রথমে স্থানীয় ভাবে চিকিৎসা করালেও ফল না হওয়ায় সপ্তাহ দু’য়েক আগে বর্ধমান মেডিক্যাল কলেজে শিশুটিকে নিয়ে আসেন তাঁরা। চিকিৎসকরা পরীক্ষা করে জানান, শিশুটি ‘বিনাইন হ্যামারোটেমাটাস ফাইব্রো ম্যাটেসিসে’ আক্রান্ত। অস্ত্রোপচার ছাড়া আর কোনও উপায় নেই বলে চিকিৎসকরা জানান। সমস্ত পরীক্ষার পরে বিভাগীয় প্রধানের নেতৃত্বে চার জনের একটি বিশেষ দল গঠন করা হয়। দু’ঘন্টা ধরে অস্ত্রোপচারের পর দেহ থেকে টিউমরটিকে আলাদা করা হয়। হাসপাতালের সুপার উৎপল দাঁ বলেন, “অস্ত্রোপচারের পুরো খরচ হাসপাতাল কর্তৃপক্ষ করেছে। সরকারি হাসপাতালে এ ধরণের অস্ত্রোপচারের পর সাফল্য লাভ করলে সাধারণ মানুষের কাছে ইতিবাচক প্রভাব ফেলবে।” আর শিশুটির বাবা বলেন, “ছেলের মুখে হাসি দেখতে পাচ্ছি, এর চেয়ে আর কিসের আনন্দ। সরকারি হাসপাতালের চিকিৎসকদের আন্তরিকতায় আমরা মুগ্ধ।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tumor surgery Medical College and Hospital
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE