Advertisement
০৭ মে ২০২৪

জামুড়িয়ায় লুঠে ধৃত দুই নাবালক

আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই নাবালক-সহ মোট পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে এক জন জামুড়িয়ার এক তৃণমূল কর্মীর ছেলে।

নিজস্ব সংবদদাতা
জামুড়িয়া শেষ আপডেট: ২৯ জুন ২০১৬ ০০:৪৬
Share: Save:

আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই নাবালক-সহ মোট পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে এক জন জামুড়িয়ার এক তৃণমূল কর্মীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৬ জুন জামুড়িয়ার হরি সাউ বাগান এলাকায় একটি তেল কলের থেকে মালিকের ভাই সুশীল মিত্তল টাকা নিয়ে রাত ৭টা নাগাদ মোটরবাইকে চড়ে বাড়ি ফিরছিলেন। আচমকা একটি মোটরবাইকে চড়ে এসে দুই যুবক তাঁর রাস্তা আটকায়। আগ্নেয়াস্ত্র দেখিয়ে ওই দু’জন টাকা ছিনতাই করে পালায় বলে অভিযোগ। পরে মিলের মালিক নরেশ মিত্তল জামুড়িয়া থানায় অভিযোগ করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বিভিন্ন এলাকা থেকে পাঁচ জনকে আটক করা হয়। রাতে জামুড়িয়ার তৃণমূল কর্মী আফজল আনসারির বাড়িতে হানা দেয়। প্রথমে আফজল বাড়িতে তল্লাশি চালাতে বাধা দেন বলেও অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আফজলের ছেলেকে জেরা করে বাড়িতে একটি খেলনার ভিতর থেকে বেশ কয়েক লক্ষ টাকা উদ্ধার করে। এর পরে ঘটনায় জড়িত থাকার অভিযোগে রানিগঞ্জ এবং জামুড়িয়া থেকে আরও পাঁচ জনকে আটক করা হয়। তাদের মধ্যে এক জনকে জেরা করে ছেড়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে দু’জন নাবালক। তাদের বর্ধমান জুভেনাইল কোর্টে পাঠানো হবে। তিনটি মোটরবাইকও উদ্ধার করা হয়েছে স্থানীয় বাসিন্দারা জানান, আফজল আগে সিপিএম করতেন। পরে তৃণমূলে যোগ দেন। যদিও আফজলের দাবি, মিথ্যে অভিযোগে ছেলেকে ফাঁসানো হয়েছে।

এডিসিপি (সেন্ট্রাল) রাকেশ সিংহ জানান, তদন্তের ভিত্তিতেই অভিযুক্তদের ধরা হয়েছে। তৃণমূলের আসানসোল জেলা সভাপতি ভি শিবদাসনের দাবি, ধৃতের বাবা তাঁদের দলের সাধারণ সমর্থক। এর সঙ্গে দলের কোনও যোগ নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

minor arrested loot
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE