Advertisement
০৬ মে ২০২৪

বোমাবাজিতে ধৃত আরও দুই

বোমাবাজি ও লুঠপাটের ঘটনায় আরও দু’জনকে ধরল পুলিশ। শনিবার সকালে কেতুগ্রামের খলিপুর থেকে আবুল বাসার ও আসিরুল হক শেখ নামে ওই দু’জনকে ধরা হয়। বামুনডিহির বাসিন্দা ছুটাই বিবির দায়ের করা বোমাবাজি ও লুঠপাটের অভিযোগ এবং কেতুগ্রাম থানার এক আসআই হাসান পারভেজের পুলিশের গাড়িতে বোমা ছোড়ার অভিযোগ তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিজস্ব সংবাদদাতা
কাটোয়া শেষ আপডেট: ২৬ জুন ২০১৬ ০৬:০৭
Share: Save:

বোমাবাজি ও লুঠপাটের ঘটনায় আরও দু’জনকে ধরল পুলিশ। শনিবার সকালে কেতুগ্রামের খলিপুর থেকে আবুল বাসার ও আসিরুল হক শেখ নামে ওই দু’জনকে ধরা হয়। বামুনডিহির বাসিন্দা ছুটাই বিবির দায়ের করা বোমাবাজি ও লুঠপাটের অভিযোগ এবং কেতুগ্রাম থানার এক আসআই হাসান পারভেজের পুলিশের গাড়িতে বোমা ছোড়ার অভিযোগ তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বামুনডিহির বাসিন্দাদের দাবি, বৃহস্পতিবার দুপুরে পাশের গ্রামের গবাদি পশু চুরির অভিযোগের তল্লাশিতে গ্রামে ঢোকে পুলিশ। তার সঙ্গে গ্রামে ঢুকে বোমাবাজি, লুঠপাট শুরু করেন বিধায়ক শেখ সাহানেওয়াজ ও তাঁর ভাই কাজল শেখের ঘনিষ্ঠ কেতুগ্রাম ১ পঞ্চায়েত সমিতির সভাপতি জাহের শেখ। পরে স্থানীয় তৃণমূল নেতা সাউদ মিঞা ওই এলাকার তৃণমূল পর্যবেক্ষক অনুব্রত মণ্ডলকে ফোনে বিষয়টি জানান। অভিযোগ, পর্যবেক্ষকের ফোন পেয়ে পাশের গ্রাম খলিপুরে তল্লাশি চালায় পুলিশ। সেখানে এসডিপিও (কাটোয়া) শচিন মাঁকড়ের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। গাড়ি ভাঙচুরও হয়। পরে এই ঘটনায় মোট তিনটি মামলা দায়ের হয়। পুলিশ জাহের শেখের স্ত্রী-সহ মোট ২২ জনকে গ্রেফতার করে। অভিযুক্তদের আইনজীবী সৈয়দ রহমতুলা কবীর জানান, শনিবার ধৃত দু’জনকে কাটোয়া আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন এসিজেএম সৌমেন সরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

arrested blasts
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE