Advertisement
০৩ মে ২০২৪

প্রয়াত বংশীবদন

দলে প্রিয়রঞ্জন দাশমুন্সির ঘনিষ্ঠ বলে পরিচিত বংশীবদনবাবু ১৯৮৯ সাল থেকে জিপ চালিয়ে দলের বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতেন। দুর্গাপুর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ড থেকে ১৯৯৭ ও ২০০২ সালে কাউন্সিলর নির্বাচিত হন।

শেষ শ্রদ্ধা। নিজস্ব চিত্র

শেষ শ্রদ্ধা। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ০৬ জুন ২০১৭ ০০:৩১
Share: Save:

কলকাতার এক হাসপাতালে রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ মৃত্যু হল দুর্গাপুরের প্রবীণ আইএনটিইউসি নেতা তথা প্রদেশ কংগ্রেস সদস্য বংশীবদন কর্মকারের (৭০)। বেশ কিছু দিন ধরে তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন।

দলে প্রিয়রঞ্জন দাশমুন্সির ঘনিষ্ঠ বলে পরিচিত বংশীবদনবাবু ১৯৮৯ সাল থেকে জিপ চালিয়ে দলের বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতেন। দুর্গাপুর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ড থেকে ১৯৯৭ ও ২০০২ সালে কাউন্সিলর নির্বাচিত হন। ২০১০ সালের দুর্গাপুর ১ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সিপিএমের কাছে হেরে যান। ২০১২ সালের পুরভোটেও হারেন।

তাঁর স্ত্রী তথা কাউন্সিলর শাশ্বতী কর্মকার জানান, গত কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন বংশীবদনবাবু। দুর্গাপুর ও কলকাতার নানা হাসপাতালে চিকিৎসা হয়েছে। সোমবার নানা দলের নেতা-কর্মীরা মৃত নেতাকে শ্রদ্ধা জানান। বীরভানপুর শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়। প্রবীণ কংগ্রেস নেতা উমাপদ দাস বলেন, ‘‘বংশীবদনবাবুর মৃত্যুতে দুর্গাপুরের রাজনৈতিক জগতের অপূরণীয় ক্ষতি হল।’’ সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার বলেন, ‘‘বংশীবদনবাবুর রাজনৈতিক সৌজন্য বিরল উদাহরণ হয়ে থাকবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE