Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Asansol

শিল্পোদ্যোগীদের জন্য ‘শিল্প-সুবিধা’ পোর্টাল

জেলা প্রশাসন আগেই এক জানলা পদ্ধতি চালু করেছিল। কিন্তু তাতেও সমস্যা মেটেনি বলে অভিযোগ করেছিল বণিকসভাগুলি।

হয়েছে বৈঠকও। নিজস্ব চিত্র

হয়েছে বৈঠকও। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ১৮ মে ২০২৩ ১০:১১
Share: Save:

পশ্চিম বর্ধমানের শিল্পোদ্যোগীদের নানা সমস্যার সমাধান করতে জেলা প্রশাসন ‘শিল্প-সুবিধা’ নামে একটি ওয়েব পোর্টাল চালু করার কথা জানিয়েছে। বুধবার সেটির উদ্বোধন করেন জেলাশাসক এস অরুণ প্রসাদ। ছিলেন জেলার বিভিন্ন বণিক সংগঠনের প্রতিনিধিরা। জেলা শিল্প মনিটরিং কমিটির বৈঠকও হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে শিল্পোদ্যোগীদের প্রায় ৪৮১২টি জমির মিউটেশন, ২৭১টি জমির চরিত্র বদল, ২৮টি বৈদ্যুতিকরণ, ৩৮টি দূষণ নিয়ন্ত্রণ পর্যদের ছাড়পত্র, তিনটি দমকলের ছাড়পত্র, ১৭টি ভূগর্ভস্থ জল তোলার অনুমোদন সংক্রান্ত আবেদন আটকে রয়েছে। এ দিন জেলা শিল্প মনিটরিং কমিটির বৈঠকে শিল্পদ্যোগীরা আটকে থাকা এই অনুমোদন ও ছাড়পত্রগুলি দ্রুত দেওয়ার আবেদন জানান।

জেলা প্রশাসন আগেই এক জানলা পদ্ধতি চালু করেছিল। কিন্তু তাতেও সমস্যা মেটেনি বলে অভিযোগ করেছিল বণিকসভাগুলি। অভিযোগ ওঠে, দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে বার বার যোগাযোগ করেও সমস্যার সমাধান হচ্ছে না। গত ২৮ জানুয়ারি আসানসোলে শিল্প সংক্রান্ত একটি আলোচনাসভায় রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজার কাছে মূলত দমকল, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, বিদ্যুৎ দফতরের অনুমোদন পাওয়া, জমির চরিত্র বদল-সহ বেশ কিছু বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শিল্পোদ্যোগীদের একাংশ। শশী প্রয়োজনীয় আশ্বাস দিয়েছিলেন। জেলাশাসক বলেন, “জেলায় শিল্প স্থাপনের আগ্রহ বাড়ছে। এই পোর্টাল চালুর মাধ্যমে সেই আগ্রহ আরও উৎসাহ পাবে।”

কী ভাবে পোর্টাল কাজ করবে? এগ্‌জ়িকিউটিভ ম্যাজিস্ট্রেট তমোজিৎ চক্রবর্তী জানান, ইন্টারনেট সংযোগ থাকলে পোর্টালে সহজেই ঢোকা যাবে। শিল্পোদ্যোগীরা পোর্টাল খুলে তাঁদের সমস্যাগুলি সবিস্তার লিখবেন। তার পরে সেই সমস্যাগুলি জেলা প্রশাসনের সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের কাছে পৌঁছে যাবে। তাঁরা সেগুলির সমাধান বার করবেন। পোর্টালের মাধ্যমেই কতটা কী অগ্রগতি হয়েছে, তা জানতে পারবেন শিল্পোদ্যোগীরা।

জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ফেডারেশন অব সাউথ বেঙ্গল চেম্বার অব কমার্সের কার্যকরী সভাপতি রাজেন্দ্রপ্রসাদ খেতান। তবে তাঁর সংযোজন: “আগেও এক জানলা নীতির মাধ্যমে শিল্পোদ্যোগীদের সমস্যার সমাধান বার করার বিষয়ে পদক্ষেপ করা হয়। কিন্তু প্রশাসনের একাংশের সদিচ্ছার অভাবে বহু কিছুই আটকে আছে। আশা করি নতুন ব্যবস্থায় সে সমস্যা হবে না।” আসানসোল সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি পবন গুটগুটিয়া জানান, ঘরে বসেই অনলাইনে সমস্যার কথা প্রশাসনকে জানানো যাবে। ফসবেকির সম্পাদক শচীন রায়ের প্রতিক্রিয়া, “এই ব্যবস্থাটি জেলায় শিল্প আনার ক্ষেত্রে সহায়ক হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Asansol Entrepreneur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE