Advertisement
০৩ মে ২০২৪

মদ খাওয়ার প্রতিবাদ করায় বধূকে মারধর

মদ্যপ অবস্থায় গোলমাল, গালিগালাজ করতে দেখে প্রতিবাদ করেছিলেন বধূ। অভিযোগ, তাতেই রেগে গিয়ে লোহার রড দিয়ে ওই বধূকে বেধড়ক মারধর করে যুবক। পরে আশপাশের বাসিন্দারা এসে মারধর করেন ওই মদ্যপ যুবককেও। পরে পুলিশ এসে কালনা শহরের লক্ষ্মীগঞ্জ এলাকার হরিজন পল্লির পরিস্থিতি সামলায়।

নিজস্ব সংবাদদাতা
কালনা শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৬ ০০:৪৫
Share: Save:

মদ্যপ অবস্থায় গোলমাল, গালিগালাজ করতে দেখে প্রতিবাদ করেছিলেন বধূ। অভিযোগ, তাতেই রেগে গিয়ে লোহার রড দিয়ে ওই বধূকে বেধড়ক মারধর করে যুবক। পরে আশপাশের বাসিন্দারা এসে মারধর করেন ওই মদ্যপ যুবককেও। পরে পুলিশ এসে কালনা শহরের লক্ষ্মীগঞ্জ এলাকার হরিজন পল্লির পরিস্থিতি সামলায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত দশটা নাগাদ মদ্যপ অবস্থ্যায় চেঁচামেচি শুরু করে উৎপল ঘোষ নামে এক যুবক। বাড়ির পাশে গালিগালাজ, গোলমাল দেখে প্রতিবাদ করেন এক বধূ। অভিযোগ, তাতে দুর্ব্যবহার আরও বেড়ে যায়। এমনকী, পাশ থেকে লোহার রড এনে ওই মহিলাকে বাড়ির সামনেই রাস্তায় মারধরও শুরু করে ওই যুবক। মাথা ও মুখে আঘাত লাগে বছর বাইশের ওই বধূর। তাঁর চিৎকারে আশেপাশের মানুষজন এসে ধরে ফেলেন ওই যুবককে। শুরু হয় গণপিটুনি। পরে পুলিশ ওই যুবককে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসার করানো হয় ওই বধূকেও। ওই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। পুলিশ জানিয়েছে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

বছর দেড়েক আগেও কালনার মহিষমর্দিনী তলা এলাকার এক ব্যক্তির কাছে রাতে জল চেয়ে না পাওয়াই তাকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে খুন করেছিল দুই মদ্যপ যুবক। বাসিন্দাদের দাবি, রাতের শহরে নানা জায়গায় প্রকাশ্যে মদ্যপান করে। যার জেরে জোরে গাড়ি চালানো থেকে শুরু করে পথচলতি মানুষকে অশ্রাব্য ভাষায় গালিগালাজের মতো ঘটনা ঘটে।

নির্মল মঙ্গলকোট। নির্মল গ্রাম পঞ্চায়েত ঘোষণা করা হল মঙ্গলকোটের শিমুলিয়া ২ পঞ্চায়েতকে। বৃহস্পতিবার পালিশগ্রাম উচ্চ বিদ্যালয়ে মহকুমাশাসকের উপস্থিতিতে ঘোষণাটি হয়। মঙ্গলকোটের বিডিও সায়ন দাশগুপ্ত জানান, ব্লকে এটাই প্রথম নির্মল পঞ্চায়েত। অন্য পঞ্চায়েতও শিমুলিয়াকে দেখে এলাকা পরিচ্ছন্ন করতে উৎসাহিত হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

liquor protest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE