Advertisement
২৩ এপ্রিল ২০২৪

ছুটির তালিকায় ভুল জন্ম তারিখ, বিতর্ক

এক মাসের বেশি সময় ধরে এই ভুল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঝুলে থাকায় সমালোচিত হয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকায় রয়েছে নজরুলের ভুল জন্ম তারিখ।

বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকায় রয়েছে নজরুলের ভুল জন্ম তারিখ।

সুশান্ত বণিক
আসানসোল শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৮ ০২:০১
Share: Save:

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের ছুটির তালিকা প্রকাশিত হয়েছে। ওই ছুটির তালিকাকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে আসানসোল শিল্পাঞ্চল জুড়ে। ওই তালিকায় দেখা গিয়েছে, নজরুলের জন্ম জয়ন্তী ভুল ছাপা হয়েছে।

প্রায় এক মাসের বেশি সময় ধরে এই ভুল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঝুলে থাকায় সমালোচিত হয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যদিও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অমিত আব্রাহাম জানিয়েছেন, অবিলম্বে এই ভুল শুধরে নেওয়া হবে।

কাজী নজরুল ইসলামের জন্মদিন আদতে ২৪ মে। কিন্তু নজরুলের নামাঙ্কিত আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় প্রকাশিত ২০১৮ সালের ছুটির তালিকায় মোটা হরফে নজরুল জন্মজয়ন্তী লেখা হয়েছে ২৫ জুন। এই দিনটিতে ছুটিও ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এহেন ভুল ধরা পড়ায় শিউরে উঠেছেন শিল্পাঞ্চলের শিক্ষক-শিক্ষিকা থেকে পড়ুয়া সকলেই। শহরের শিক্ষকদের একাংশের অভিযোগ, তাঁরা বিষয়টি দেখার পরেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এনেছেন। বার বার ওই ভুল শুধরে নেওয়ার আবেদন করেছেন তাঁরা কিন্তু এরপরেও বুধবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত ওই তালিকা পাল্টে সঠিক তালিকা ঝোলানো হয়নি। এই অবস্থায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ি করেছেন শহরবাসী।

এহেন ঘটনায় মর্মাহত নজরুলের পরিবারের সদস্যরাও। কাজী নজরুল ইসলামের নাতনি সোনালি কাজী বলেন, ‘‘তাঁর নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এ রকম একটি ভুল দিনের পর দিন রয়েছে, তা মেনে নিতে পারছি না। অবিলম্বে এই ভুল সংশোধন করে দেওয়ার দাবি জানাচ্ছি।’’

ভুল হতেই পারে। কিন্তু তা নজরে আসা মাত্রই শুধরে নেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি কৌশিক মণ্ডল। এসএফআইর জেলা সহসম্পাদক হিমগ্ন চন্দ বলেন, ‘‘আমরা ভাবতে পারছি না কী ভাবে এই ভুল এতদিন ধরে রেখে দেওয়া হল? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবিলম্বে নিজেদের ভুল স্বীকার করে বিবৃতি দেওয়া উচিত।’’

বিষয়টি রাজ্যের শিক্ষামন্ত্রীর নজরেও এনেছেন বলে জানিয়েছেন আসানসোলের কলেজ শিক্ষক চন্দ্রশেখর কুণ্ডু। তিনি বলেন, ‘‘বোঝাই যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের কাজকর্মে সমন্বয়ের অভাব রয়েছে। কারণ, কেউ একজন ভুল করতে পারেন। সবারই একসঙ্গে ভুল হয় না। বিশ্ববিদ্যালয়ের পদাধিকারিকেরা একসঙ্গে কাজ করলে এই ভুল হতো না।’’ এই ভুলের কথা স্বীকার করে নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অমিত আব্রাহাম। তিনি বলেন, ‘‘আমরা অবিলম্বে এই ভুল শুধরে নিচ্ছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE