শিল্প সংস্থায় আন্দোলনের নামে আধিকারিকদের হেনস্থার নিন্দা করলেন রেল মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির প্রাক্তন চেয়ারম্যান তথা সিপিএম নেতা বাসুদেব আচারিয়া। শুক্রবার বার্নপুরে বার্ন স্ট্যান্ডার্ড কারখানা কর্মী ও আধিকারিকদের সঙ্গে দেখা করতে এসে হাওড়ার বার্ন স্ট্যান্ডার্ডে ঘটনা নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করেন তিনি।
দিন কয়েক আগে বার্ন স্ট্যান্ডার্ডের বার্নপুর ইউনিটের শ্রমিক-কর্মীদের একাংশ তাঁদের নানা সমস্যার কথা জানিয়ে বাসুদেববাবুকে কারখানায় আসার জন্য বলেছিলেন। তাঁদের ডাকেই এ দিন কারখানায় এসে বাসুদেববাবু বলেন, “আমরাও শ্রমিক ছাঁটাইয়ের বিরুদ্ধে। শ্রমিকদের স্বার্থরক্ষায় আমরাও আন্দোলন করি। তবে হাওড়ায় যা ঘটেছে তা শ্রমিক আন্দোলনের নামে বিশৃঙ্খলা। এই ঘটনা শিল্পের ক্ষেত্রে অশনি সঙ্কেত। আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি।”
হাওড়ার ওই ঘটনা নিয়ে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে বাসুদেববাবু দাবি করেন, “মুখ্যমন্ত্রীর বার্তা শোনার পরে অপরাধীরা উৎসাহ পাচ্ছে। এ বার তো রাজ্যে আর কোনও লগ্নি আসবে না। তখন তো আখেরে ক্ষতি হবে রাজ্যবাসীর।” তৃণমূলের জেলা (শিল্পাঞ্চল) কার্যকরী সভাপতি ভি শিবদাসনের পাল্টা বক্তব্য, “রাজ্যে ওঁদের আমলে কী হয়েছে, মানুষ জানে। তাই ওঁদের এ সব বলা সাজে না।”
বার্ন স্ট্যান্ডার্ডের বার্নপুরের ইউনিটে শ্রমিক-কর্মীদের অভিযোগ ছিল, কারখানার উৎপাদন ঠিক মতো হচ্ছে না। রেল মন্ত্রক থেকে কাঁচা মাল আসছে না। শ্রমিক-কর্মীদের বেতনও সময় মতো হচ্ছে না। এ সব শোনার পরে এ দিন সকালে কারখানা পরিদর্শনে আসেন রেলের সংসদীয় স্থায়ী কমিটির প্রাক্তন চেয়ারম্যান বাসুদেববাবু। তিনি কারখানার আধিকারিকদের সঙ্গেও দেখা করে কথা বলেছেন বলে জানান।
বাসুদেববাবু অভিযোগ করেন, রেল অধিগ্রহণ করার পরেও এই কারখানাকে রেল মন্ত্রক তেমন গুরুত্ব দিচ্ছে না। এই কারখানার হাল ফেরাতে তাঁরা আন্দোলনের সিদ্ধান্তও নিয়েছেন বলে জানান তিনি। এ ব্যাপারে কারখানার কোনও কর্তার প্রতিক্রিয়া মেলেনি।