চার দিন ধরে নিখোঁজ বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের এক ছাত্রী। তাঁকে অপহরণ করা হয়েছে বলে বুদবুদ থানায় অভিযোগ করলেন পরিবারের লোকজন।
বুদবুদে বাইপাসের পাশেই রয়েছে বেসরকারি ওই ইঞ্জিনিয়ারিং কলেজটি। সেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে দ্বিতীয় বর্ষে পড়েন বর্ধমানের কোমলপুর গ্রামের মদিনা খাতুন। তিনি কলেজের হস্টেলে থেকেই পড়াশোনা করতেন। তাঁর পরিবারের অভিযোগ, ৭ অগস্ট দুপুর আড়াইটে নাগাদ মদিনা বাড়িতে ফোন করে জানান, তাঁর সে দিনের ক্লাস শেষ হয়ে গিয়েছে। বাড়ি ফেরার কী ট্রেন রয়েছে, ফোনে সে কথা জানতে চান তিনি। তাঁর মাসি সাইনা খাতুনের দাবি, ট্রেনের খবর দেওয়া পরে মদিনা কলেজ থেকে বেরিয়ে পড়েন। কিন্তু সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় তাঁকে ফোন করতে থাকেন বাড়ির লোকজন। ফোন বন্ধ ছিল। পরে এক বার ফোনে পাওয়া গেলেও কেউ কোনও কথা বলেনি বলে পরিবারের সদস্যেরা জানান।
সাইনা খাতুন অভিযোগ করেন, এর পরে রাতের দিকে মদিনার ফোন থেকে তাঁরা একটি ফোন পান। তাতে একটি পুরুষ কণ্ঠ জানায়, তাঁদের মেয়ে ভাল আছে। এ নিয়ে যাতে কোনও থানা-পুলিশ না করা হয়, সে ব্যাপারে হুঁশিয়ারি দেওয়া হয়। পরের দিনই বাড়ির লোকেরা বর্ধমান সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। সাইনা খাতুন বলেন, ‘‘তিন দিন পেরিয়ে গেলেও মেয়ের কোনও খোঁজ দিতে পারেনি পুলিশ।’’
মঙ্গলবার বুদবুদ থানায় অপহরণের অভিযোগ করেন নিখোঁজ ছাত্রীর দাদা শেখ নাজির। তাঁর দাবি, বোনের মোবাইল থেকে বারবার কে বা কারা ফোন করে থানা-পুলিশ করতে নিষেধ করছে। পুলিশ জানায়, অপহরণের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।