Advertisement
E-Paper

ইভিএমে কে, ওঠানামার রমরমা চলছে সাট্টাবাজারে

জুয়া ঘোড়দৌড়ের মাঠ ছেড়ে বেরিয়েছে অনেক দিন হল। আইপিএল নিয়ে জুয়া এবং জুয়াচুরি তো এই ক’দিন আগেও সংবাদমাধ্যমের প্রধান খাদ্য ছিল। লোকসভা ভোট ছেলেখেলা নয়। কিন্তু তা নিয়েও তুমুল সাট্টা চলছে আসানসোল জুড়ে। সেই আসানসোল, যা এ বারের ভোটে গোড়া থেকেই আলোচনা, কৌতূহল, চর্চার কেন্দ্রে।

নীলোৎপল রায়চৌধুরী

শেষ আপডেট: ১৫ মে ২০১৪ ০১:২৮

জুয়া ঘোড়দৌড়ের মাঠ ছেড়ে বেরিয়েছে অনেক দিন হল।

আইপিএল নিয়ে জুয়া এবং জুয়াচুরি তো এই ক’দিন আগেও সংবাদমাধ্যমের প্রধান খাদ্য ছিল।

লোকসভা ভোট ছেলেখেলা নয়। কিন্তু তা নিয়েও তুমুল সাট্টা চলছে আসানসোল জুড়ে। সেই আসানসোল, যা এ বারের ভোটে গোড়া থেকেই আলোচনা, কৌতূহল, চর্চার কেন্দ্রে।

বিজেপি তাদের প্রার্থী হিসেবে তারকা গায়ক বাবুল সুপ্রিয়র নাম ঘোষণার পরেও প্রথমে অনেকেই বুঝে উঠতে পারেননি, বাবুল কত বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারেন। কিন্তু প্রচার যত এগিয়েছে তত বিপদ আঁচ করেছে তৃণমূল।

উল্টো দিকে, প্রায় নিশ্চিত হেরে যাওয়া আসনে তৃণমূলের ভোট কেটে বিজেপি তাদের জিতিয়ে দিতে পারে আশা করে চাঙ্গা হয়েছে সিপিএম। আবার নরেন্দ্র মোদী এসে জনসভা করে যাওয়ার পরে এত তেজি গেরুয়া হাওয়া বইতে শুরু করে যে বাবুল জিতে যায় কি না, তা নিয়ে সাতপাঁচ ভেবে চলেছে বাম-তৃণমূল দুই পক্ষই।

এই যখন দলগুলোর অবস্থা, সাট্টার অন্ধকার দুনিয়ায় সমান তালে ওঠাপড়া করেছে দর। নানা ভাবে খেলিয়ে জুয়ার বাজার আগুন করে দিয়েছেন পেনসিলারেরা (যাঁরা খেলাটা চালান)। কেমন সেই দর?

সাট্টা বাজার সূত্রের খবর, ভোটের ঠিক আগে বাবুল সুপ্রিয়র দর যাচ্ছিল এক টাকায় ৯৮ পয়সা। সেখানে সিপিএমের বংশগোপাল চৌধুরী ৭৪ পয়সা, তৃণমূলের দোলা সেন ৫৪ পয়সা। ভোটের পরে বিজেপি-র দর এক পয়সা কমে টাকায় ৯৭, সিপিএম ৬০। তৃণমূল অপরিবর্তিত। আর কংগ্রেস লড়াইতেই নেই।

কী ভাবে ঠিক হয় সাট্টার দর?

সাট্টা কারবারিরা জানাচ্ছেন, এক টাকায় যত পয়সা দর যাচ্ছে, প্রার্থী জিতলে খেলুড়ে এক টাকায় তত লাভ করেন। বাকিদের টাকা জলে যায়। অর্থাৎ এক টাকায় ৫০ পয়সা দরে বাজি লাগানো কারও প্রার্থী জিতলে তিনি পাবেন দেড় টাকা। এক টাকা ফেরত আর ৫০ পয়সা লাভ। এই দর ঠিক করেন সাট্টা কারবারিরা। যে প্রার্থীর জেতার সম্ভাবনা যত বেশি, তার নামে টাকা লাগানোর ঝুঁকি তত কম, তাই দরও কম। যার জেতার সম্ভাবনা কম, তার দর বেশি।

অর্থাৎ আসানসোলের দর বলছে, তৃণমূলের জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করছেন সাট্টা কারবারিরা। দ্বিতীয় স্থানে রাখা হচ্ছে সিপিএমকে, তৃতীয় স্থানে বিজেপি। গত ৭ মে, ভোটের দিন তৃণমূলের রিগিং নিয়ে তুমুল হইচই হয়েছে। কিন্তু তৃণমূল-বিজেপি দড়ি টানাটানিতে আদতে সিপিএম লাভের গুড় খেয়ে যেতে পারে আঁচ করে তাদের দর এক ধাক্কায় ১৪ পয়সা কমিয়ে দেওয়া হয়েছে। যাতে বংশগোপাল জিতলে বেশি টাকা গুণাগার চলে না যায়।

ফাটকা বাজারের মতোই এই অনুুমান-নির্ভর জুয়ার কোনও যৌক্তিক ভিত্তি আছে বলে মনে করেন না পোড় খাওয়া রাজনীতিকেরা। তবু শ’য়ে-শ’য়ে মানুষ কপাল ঠুকে রোজ টাকা লাগিয়ে চলেছেন। সাট্টাবাজারের মতে যিনি দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন, সেই দোলা সেনও প্রকাশ্যে বিষয়টিকে আমল দিতে রাজি নন। তাঁর কথায়, “আমি যে রাজনৈতিক সংস্কৃতিতে মানুষ হয়েছি, সেখানে এ সবের কোনও জায়গা নেই। জিতব নিশ্চিত, কিন্তু সেটা সাট্টাবাজার থেকে জানতে হবে না।”

বংশগোপালও বলেন, “কিছু লোক জুয়া খেলছে, এই সংস্কৃতিতে আমি বিশ্বাস করি না। জয়ের ব্যাপারে আমি নিশ্চিত।” বিজেপি-র বর্ধমান জেলা সভাপতি নির্মল কর্মকারও দাবি করেন, “এই সব সাট্টা-ফাট্টায় বিশ্বাস করার কোনও জায়গাই নেই। আমরা ভোটের দিন বহু বুথে ঘুরে দেখেছি, বাবুলের নামের পাশে পাঁচ নম্বর বোতামটা বসে গিয়েছে। যা থেকে স্পষ্ট, মানুষ ওই পাঁচ নম্বরেই বারবার ভোট দিয়েছেন।” বাবুল খালি মুচকি হাসেন “দেখুনই না, কে ভুল আর কে ঠিক!”

মজার ব্যাপার, সাট্টাবাজারের খবর অনুযায়ীই, বাবুলের দর সবচেয়ে বেশি চললেও তাঁর নামে বাজিও লাগানো হচ্ছে সবচেয়ে বেশি। অর্থাৎ এমনও হতে পারে যে, কারবারিরা যা ভেবে দর লাগাচ্ছেন, খেলুড়েরা তা মনে করছেন না। তাঁদের অনেকেই হয়তো মনে করছেন, বাবুলের জিতে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিজেপি-র একটি সূত্রের আবার দাবি, বেশ কিছু এলাকায় বাবুলের দর যাচ্ছে এক টাকায় ২৫ পয়সা, বংশগোপাল এক টাকায় ৫০ পয়সা, দোলা এক টাকায় ৯৩ পয়সা। অর্থাৎ সে হিসেবে বিজেপি জিতছে, দ্বিতীয় স্থানে সিপিএম, তৃণমূল তৃতীয়।

এক শ্রেণির লোকের সাট্টা খেলা দিয়ে ভোটের ভাগ্য নির্ধারণ হয় না। কিন্তু কাল, শুক্রবার ইভিএম খুলতে যেই বেরিয়ে আসবে কাস্তে, একটা ফুল বা জোড়াফুল, সাট্টার বাজারও জেনে যাবে, কে লাল কে লালবাতি!

nilotpal roychowdhury evm gamling asansol
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy