Advertisement
১৯ মে ২০২৪

কার্যালয়ে আগুন, অভিযুক্ত সিপিএম

তৃণমূলের দলীয় দফতরে আগুন লাগানোর অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। তবে সিপিএমের পাল্টা অভিযোগ, দলীয় এক কর্মীকে মারধর করেছে তৃণমূল। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে সোমবার বর্ধমানের মঙ্গলকোটের গোতিষ্ঠা বাস স্টপেজের কাছে। তৃণমূলের অভিযোগ, শনিবার সিউর গ্রামে দলের পতাকা ছিঁড়ে প্রার্থীর নামের উপর কালি ছিটিয়ে দেয় সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা। এই অভিযোগে সোমবার তারা গ্রামে মিছিল করে।

নিজস্ব সংবাদদাতা
মঙ্গলকোট শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৪ ০০:৩৭
Share: Save:

তৃণমূলের দলীয় দফতরে আগুন লাগানোর অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। তবে সিপিএমের পাল্টা অভিযোগ, দলীয় এক কর্মীকে মারধর করেছে তৃণমূল।

সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে সোমবার বর্ধমানের মঙ্গলকোটের গোতিষ্ঠা বাস স্টপেজের কাছে। তৃণমূলের অভিযোগ, শনিবার সিউর গ্রামে দলের পতাকা ছিঁড়ে প্রার্থীর নামের উপর কালি ছিটিয়ে দেয় সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা। এই অভিযোগে সোমবার তারা গ্রামে মিছিল করে। সেই সময়ে দলের প্রার্থী অনুপম হাজরার ফ্লেক্স সরিয়ে দেওয়া হয়। তৃণমূলের লাখুরিয়া অঞ্চল সভাপতি অসীম দাসের দাবি, “আমাদের কর্মী-সমর্থকরা এই ঘটনার প্রতিবাদ করার পরেই সিপিএমের দুষ্কৃতীরা গোতিষ্ঠা বাসস্টপে আমাদের দলীয় অফিসে আগুন লাগিয়ে দেয়।”

সিপিএম অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে। তাদের পাল্টা অভিযোগ, তাদের এক কর্মী যখন দলীয় প্রার্থী রামচন্দ্র ডোমের ফ্লেক্স লাগাচ্ছিলেন তখন তাকে মারধর করে তৃণমূল কর্মীর। আহত ওই কর্মী গুসকরা প্রাথমিক হাসপাতালে ভর্তি রয়েছেন। সিপিএমের ভাগীরথী অজয় জোনাল কমিটির সম্পাদক দুর্যোধন সরের দাবি, “আমাদের কর্মীকে মারধর করার অনেক পরে তৃণমূল সমর্থকেরা নিজেরাই নিজেদের অফিসে আগুন লাগিয়ে দেয়।” মঙ্গলকোটের বিডিও সুশান্ত মণ্ডল জানান, ঘটনাস্থলে পুলিশ ও নির্বাচন দফতরের কর্মীরা গিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fire break mangalkot cpm tmc
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE