হীরকজয়ন্তী উৎসব উপলক্ষে মঙ্গলবার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করল বর্ধমান উদয় চাঁদ মহিলা কলেজ। কলেজের বর্তমান পড়ুয়া ও প্রাক্তনীরা সমবেত সংগীত পরিবেশন করেন। শ্রদ্ধা জানানো হয় প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামকেও। কলেজের অধ্যক্ষ সুকৃতি ঘোষাল বলেন, ‘‘এক বছর ধরে কলেজে ও কলেজের বাইরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।’’ প্রায় ১৫ লক্ষ টাকা খরচ করে কলেজে একটা স্থায়ী অডিটোরিয়ামও তৈরি করা হয়েছে। কলেজের মুখেই তৈরি হয়েছে একটি নতুন তোরণও।