উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ পডুয়ারা কলেজে ভর্তি হতে গিয়ে সমস্যায় পড়ছেন দাবি করে কলেজগুলিতে দশ শতাংশ হারে আসন বাড়ানোর আর্জি জানাল এসএফআই। তাদের দাবি, ভাল ফলাফল করেও বিপাকে পড়ছেন বহু পড়ুয়া। সফল পরীক্ষার্থীর তুলনায় কলেজের আসন সংখ্যা অপ্রতুল। ফলে, কী ভাবে ভর্তির সুযোগ মিলবে তা ভেবে হতাশ পড়ুয়াদের একাংশ। বৃহস্পতিবার দুর্গাপুরের মহকুমাশাসকের কাছে স্মারকলিপি দিয়ে আসন বাড়ানোর আর্জি জানায় এসএফআই। মহকুমাশাসক কস্তুরী সেনগুপ্ত বলেন, ‘‘ছাত্র সংগঠনের দাবি জানানো হবে মহকুমার সব ক’টি কলেজের অধ্যক্ষদের।’’
এসএফআই নেতা শুভজিৎ রায় জানান, একটি সমীক্ষায় তাঁরা দেখেছেন, এই বছর সব বোর্ড থেকে যত জন উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন, মহকুমার সব ডিগ্রি কলেজ মিলিয়ে আসন রয়েছে তার মাত্র ২৬ শতাংশ। তিনি জানান, অনেকেই বিভিন্ন কারিগরি, পেশাদার কোর্সে ভর্তি হবেন। অনেকে বাইরে পড়াশোনা করতে যাবেন। তার পরেও যাঁরা থাকবেন, তাঁরা সবাই ভর্তির সুযোগ পাবেন না বলে আশঙ্কা করা হচ্ছে। শুভজিৎবাবু বলেন, ‘‘এই পরিস্থিতিতে সব কলেজে অন্তত ১০ শতাংশ হারে আসন সংখ্যা বাড়ানোর আর্জি জানিয়েছি আমরা।’’ তিনি আরও জানান, গত বছর ভর্তি নিয়ে নানা দুর্নীতির অভিযোগ উঠেছিল বিভিন্ন কলেজে। এ বার যাতে তার পুনরাবৃত্তি না হয় তা রুখতে নিয়মিত আবেদনকারী এবং প্রাপ্ত নম্বরের তালিকা প্রকাশের আর্জি জানানো হয়েছে। এর ফলে ভর্তি প্রক্রিয়ার মধ্যে স্বচ্ছতা থাকবে বলে তাঁদের দাবি।
ভর্তি প্রক্রিয়ায় সহযোগিতার জন্য একটি ‘হেল্পলাইন’ নম্বরও তারা চালু করেছে বলে জানিয়েছে এসএফআই। মহকুমাশাসকের অফিসেও ‘হেল্পলাইন’ ও ‘সেল’ খোলার আর্জি জানিয়েছে তারা। মহকুমাশাসক অবশ্য জানান, তাঁর দফতরের জন-অভিযোগ কেন্দ্রের নম্বর ০৩৪৩-২৫৪৫১৪১। সেখানে ফোন করে ভর্তি নিয়ে কোনও সমস্যার কথা কেউ জানালে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।